স্পন্সরড এলার্ম



আজ থেকে ৬৫ বছর আগে যখন ভাদিম কোলপাকভ নামের একজন ভূ-তত্ত্ববিদ একটি বিশাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি কখনো কি ভেবেছিলেন তার আবিষ্কারটি দীর্ঘদিন ধরে অমীমাংসিত একটি বৈজ্ঞানিক রহস্য হয়ে থাকবে? সাল ১৯৪৯। সাইবেরিয়ার ইরকুৎস্ক। তিনি বিশাল ফানেল আকৃতির আইসক্রিমের কোণের মতো চুড়াবিশিষ্ট একটি অদ্ভুত গঠন আবিষ্কার করেন। দেখলে মনে হয় ঈগল পাখির বাসা, যেখানে ঈগলের ডিম ছিল। Patomskiy crater বা আগ্নেয়গিরির জ্বালামুখের মতো এ বিশাল টিলা কিভাবে তৈরি হলো এটা নিয়ে বছরের পর বছর মাথা ঘামিয়েও বিজ্ঞানীরা কিছুই বের করতে পারেন নি।
অনেকের মতে এটা পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে, কেউ বলেন এটা কোন গোপন খনি, অনেকের মতে এটা উল্কার আঘাতে সৃষ্টি হয়েছে। বর্তমানে অধিকাংশ বিজ্ঞানী উল্কাপাতের তত্ত্ব মেনে নিলেও এটার স্বপক্ষে তেমন কোন প্রমাণ নেই। এ টিলা ৮০ মিটার লম্বা, ব্যাস ১৫০ মিটার। আর এর চূড়ায় যে গোলাকার খাদ আছে সেটার গভীরতা ১০ মিটার।
(1509)