স্পন্সরড এলার্ম



এক সপ্তাহ হতে চললো নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্স Flight MH370 দৃশ্যত দক্ষিণ চীন সাগর সংলগ্ন সব রাডারের দৃষ্টিসীমা থেকে “অদৃশ্য” হয়ে গিয়েছে। আর মাটি থেকে সাগরে-তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে- যেকোন ধরণের চিহ্ন খুঁজে পাবার জন্য, যদি কিছু পাওয়া যায়। আর সময় যত বাড়ছে, ততই বাড়ছে বিমানটির নিখোঁজ হওয়ার কারণ নিয়ে জল্পনা কল্পনা। আর ধীরে ধীরে এক বা একাধিক ব্যক্তি বা গবেষণা প্রতিষ্ঠান ভাবতে শুরু করেছে ভিন্ন কিছু। বোয়িং ৭৭৭ বিমানটি কি ইউ এফ ও বা ভিন্ন গ্রহের উড়ন্ত যান কর্তৃক অপহৃত হয়েছে?
১৩ মার্চ The Epoch Times এর এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয় যে, পুরো ঘটনার সাথে ভিন্ন গ্রহের জীবদের সংযোগ থাকতে পারে। তবে the Mutual UFO Network নামে ইউ এফ ও নিয়ে গবেষণাকারী একটি প্রতিষ্ঠানের মতে, এখনো আমাদের হাতে খুব বেশি তথ্য নেই। তার উপর যে স্থান থেকে বিমানটি উধাও হয়েছে সেখানে এর আগে এরকম রহস্যময় ঘটনা ঘটার নজির নেই।

the Mutual UFO Network এর এক্সিকিউটিভ ডিরেক্টর জ্যান সি হারজেন Examiner.com:কে বলেন, “ মালয়েশিয়ার বিমানটি যেখান থেকে হারিয়ে গিয়েছে, সেখান থেকে আমরা ইউ এফ ও বা এরকম রহস্যময় কোনো কিছু দেখা যাবার খবর পাই নি। ঐতিহাসিকভাবেও এরকম ঘটনা একেবারে বিরল যেখানে ইউ এফ ও’র কারণ একটি বিমান অদৃশ্য হয়ে গিয়েছে।“ যাই হোক, হারজেনের এ বক্তব্যে জল্পনা কমে নি। বহু মানুষের ধারণা বিমানটি এলিয়েনদের দ্বারা আক্রান্ত হয়েছে।
Mutual UFO Network এর পেনসিলভিনিয়া কার্যালয়ের পরিচালক জন ভেন্ত্রে Huffington Post কে এক সাক্ষাতকারে বলেন, ‘ যেকোনো বিমান দুর্ঘটনার পরে সেই বিমানের কোনো না কোনো চিহ্ন পাওয়া যায়। কিন্তু এই বিমানটির ক্ষেত্রে… এখন পর্যন্ত কিছুই পাওয়া যায় নি। তাহলে বিমানটি কোথায়?”তিনি আরো বলেন, আমেরিকান সেনাবাহিনীর কাছে যে প্রযুক্তি রয়েছে, আর বিভিন্ন দেশের যেসব কৃত্রিম উপগ্রহ রয়েছে, তারা খুব ভাল করে জানে বিমানটির ভাগ্যে কী ঘটেছে। কিন্তু হয়তো এরকম কোন সত্য লুকিয়ে আছে যেটা উদ্ধার করা যাচ্ছে না।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিমানটিকে মালাক্কা স্ট্রেইট, ভারত মহাসাগর এমনকি বঙ্গোপসাগরের উপর দিয়ে চলে যাবার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। মালয়েশিয়ান সেনাবাহিনীসহ আরো কিছু সুত্রের মতে, রাডার থেকে অদৃশ্য হয়ে যাবার চার ঘন্টা পরেও বিমানটি আকাশে উড়ছিল।
বিস্ফোরন থেকে ছিনতাই, এরপর এলো এলিয়েনদের আক্রমন- মালয়েশিয়ান এ বিমানটির হারিয়ে যাওয়াই কী হতে যাচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় রহস্যময় ঘটনা?
(1741)