Android ফোনের কিছু গুরুত্বপূর্ণ টিপস - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
mimi13

মোট এলার্ম : 6 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



Android ফোনের কিছু গুরুত্বপূর্ণ টিপস
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

মানুষ তার চাহিদা মেটাতে বা যুগের সাথে তাল মিলিয়ে চলতে মোবাইল ফোনের উপর বিশেষ নজর দিচ্ছে। বিভিন্ন ধরনের মোবাইল ফোনের মধ্যে Android অপারেটিং সিস্টেম এর জনপ্রিয়তা এখন আর কারও অজানা নয়।

বেশ কিছু অর্থ খরচ করে শখের মোবাইল ফোনটি কিনতে গেলে কোনটা ভাল আর কোনটা খারাপ এই দোটানায় সবাইকে পরতেই হয়।তবে দোটানায় পরলেও মানুষ শেষে এসে Android অপারেটিং সিস্টেমই বেছে নেন।

গুগল হচ্ছে Android অপারেটিং সিস্টেম এর পোস্ট-নির্মাতা।মানে গুগল অন্যজনের কাছে থেকে Android অপারেটিং সিস্টেম কিনে নিয়ে নিজের মত করে বাজারে এনেছে। Alcatel, Samsung, Htc এর মত বড় বড় মোবাইল কোম্পানিগুলি এখন Android অপারেটিং সিস্টেম ব্যাবহার করছে তাদের হ্যান্ডসেটগুলিতে।

android

Android অপারেটিং সিস্টেম এর গুরুত্বপূর্ণ তথ্য :
• Android ফোন সাধারনত ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর আর চার্জ নেয় না।কিন্তু তখনও ফোন চার্জে দিয়ে রাখলে ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়।

• Android ফোনের চার্জার ২ অ্যাম্পেয়ার হলে ফোন তাড়াতাড়ি চার্জ হয় এবং ফোন ও গরম হবে না।

• Android ফোনের ব্যাটারি অনেকটাই নির্ভর করে Display Brightness এর উপরে,তাই ফোনের Display Brightness কম রাখাই ভাল কারন Brightness কম থাকলে ফোনের চার্জ বেশিক্ষণ থাকে।

• ফোনের চার্জ ৮০%- ৯০% রাখার চেষ্টা করুন।

• Android ফোনে Dual Sim ব্যাবহার না করায় ভাল,কারন Dual Sim ব্যাবহারের জন্য ফোনের ৫০% চার্জ কমে যায়।

• Google play বা কোন বিশ্বাসযোগ্য সাইট থেকে অ্যাপস ইনস্টল করুন।

• সব সময় “Unknown source “ অফ রাখুন।

• “Application Cache” ক্লিয়ার রাখুন।

(2044)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ অন্যান্য

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon