আর কিছুদিন পর Alcatel Idol 4 - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
mimi13

মোট এলার্ম : 6 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



আর কিছুদিন পর Alcatel Idol 4
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

নতুন চমক নিয়ে খুব শীঘ্রই বাজারে আসছে Alcatel Idol 4।এটি কিছু বিশেষ ফিচার সমৃদ্ধ একটি ফোন এমনটাই ঘোষণা করেছে Alcatel।Alcatel মোবাইল ফোনের মধ্যে বেশ কিছু সিরিজ রয়েছে তাদেরই অন্যতম সিরিজ হচ্ছে Alcatel Idol সিরিজ, এই সিরিজের অনেক জনপ্রিয়তা আছে তার প্রধান কারন হচ্ছে এই ফোনটার ক্যামেরা এবং এর সুদর্শন বৈশিষ্ট্য।Alcatel কর্তৃপক্ষ বলেছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী খুব শীঘ্রই অফিসিয়ালি দেশের বাজারে উন্মুক্ত করবে হ্যান্ডসেটটি,যা পাওয়া যাবে তাদের অনুমোদিত অনলাইন পার্টনার buymobile.com.bd তে।এই ফোনটার চাহিদা এত হবার কারন তার বিশেষ কিছু ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন।

alcatel idol 4

Alcatel এর তথ্য অনুযায়ী, Alcatel Idol 4 ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো। আধুনিক একটি 5.2 ইঞ্চি আইপিএস এলসিডি ফুল এইচডি ডিসপ্লে। এর Pixel resulation ১০৮০/১৯২০ এবং থাকছে ড্রাগোন ট্রেইল গ্লাস। ফোনটিতে সেন্সর হিসেবে থাকছে G-Sensor, E-compass, Hall sensor, gyroscope। আর কিছু লোভনীয় ফিচার থাকছে যেমন 300% reversible sound and UI যা দিয়ে আপনি ফোনটি্র ভিউ যে কোন এংগেল এ নড়াতে পারবেন, এরপর রয়েছে Boom Key experience booster যা এই ফোনের বিশেষ বৈশিষ্ট্য,এর দ্বারা খুব সহজেই আপনি গান শুনা , ছবি তুলা এছাড়া আরও অনেক ধরনের কাজ কাস্টমাইজড ভাবে করতে পারবেন।এছাড়া One-finger zoom Double tap to screen on and off, Double tap to lock/unlock video, ONETOUCH Func, mini apps, ONETOUCH Music যা আবার JBL এবং Waves এর সাথে মিলে হাই কোয়ালিটি অডিও ফিচার নিয়ে আসছে যেমন তাদের দুইটা 3.6 watt এর স্পিকার, যার ফলে আপনাকে দারুন সাউন্ড দিবে খুব স্বচ্ছ ভাবে। অক্টা কোর প্রসেসর আর ৩ জিবি র্যােমের ফোনটিতে ১৬ জিবি বিল্ট ইন স্টোরেজ থাকবে। মাইক্রো এসডি কার্ড ৫১২ জিবি পর্যন্ত সমর্থন করবে ফোনটিতে। ফোনটির পেছনে ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফোরজি, এনএফসি, ওয়াইফাই, ব্লটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি কানেকটিভিটি সুবিধাও থাকছে ফোনটিতে। এর ব্যাটারি ২১৬০ মিলিঅ্যাম্পিয়ারের। ১৩৫ গ্রাম ওজনের ফোনটিতে দ্রুতগতিতে চার্জ দেওয়ার ব্যবস্থা থাকছে। আর ফোনের সাথে থাকছে VR gear এবং JBL এর হেডফোন।

ফোনটা সম্পর্কে আরো যান্তে এই ভিডিওটা দেখুন alcatel idol 4
(2019)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ অন্যান্য

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon