স্পন্সরড এলার্ম


গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে নেটওয়ার্ক ও প্লাটফর্ম উন্নয়নের কাজ শুরু করেছে শীর্ষস্থানীয় মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। বিকাশ কর্তৃপক্ষ গতকাল এ তথ্য জানিয়ে বলেছে, উন্নয়ন কার্যক্রম চলাকালীন গ্রাহকদের সমস্যা যতটুকু সম্ভব কম রাখার প্রচেষ্টা থাকবে। এর পরও কিছু গ্রাহক ও এজেন্ট সেবা পেতে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন। এ জন্য বিকাশ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন ।
কোম্পানিটি জানিয়েছে, নেটওয়ার্ক উন্নয়নের ফলে বিকাশের নেটওয়ার্ক ও প্লাটফর্মের ক্ষমতা ও দক্ষতা বাড়বে। ভিসার মালিকানাধীন ফান্ডামো কোম্পানির এন্টারপ্রাইজ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্লাটফর্ম ব্যবহার করছে বিকাশ। ফান্ডামো বিভিন্ন মোবাইল ফোন অপারেটর এবং আর্থিক প্রতিষ্ঠানে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সরবরাহের ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় কোম্পানি।
ব্র্যাক ব্যাংক, ইউএসভিত্তিক মানি ইন মোশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বিকাশ। ২০১১ সালে কার্যক্রম শুরু করে বিকাশ। (1524)