স্পন্সরড এলার্ম


আমি এখনো সেই আগের ঠিকানায় আছি
নীল অপরাজিতা,
কেমন আছো? জানি ভাল আছ তুমি। তুমি ভাল থাকো সেই তো আমার সকল সময়ের চাওয়া। আমি কেমন আছি, তা আর নাইবা জানলে!
সত্যিই তুমি অপরাজিতা! কে তোমার নাম অপরাজিতা রেখেছিল? যেই রাখুক সে একবিন্দু ভুল করেনি। তোমার অপরাজিতা নাম সার্থক। তুমি অপরাজিতা হয়ে আমার জীবনে এসেছিলে-আমাকে পরাজিত করতে! তবুও আমার এতটুকু দু:খ নেই, আমি হেরে গেলেও তুমি তো জয়ী হয়েছ। সেই তো আমার সুখ!
আমি পরাজিত হয়ে তোমাকে জয়ী করতে চেয়েছি সারাজীবন। তোমার বিজয়েই আমি হেসেছি বারবার। তোমার পরাজয় সে আমি কখনো মানতে পারবনা বলে কখনও জয় করতে চাইনি তোমাকে। আমার সেই চেষ্টা বিফলে যায় নি আজ। আজ তুমি অপরাজিতা, এই তো আমি চেয়েছিলাম! সেই কি আমার কাছে সবচেয়ে বড় পাওয়া নয়?
অপরাজিতা
এই চিঠিটা যখন তুমি পড়ছো, তখন আমি তোমার থেকে অনেক অনেক দূরে- তোমার মঙ্গল প্রার্থী হয়ে একাকী পথ চলছি আমার আপন ভুবনে! যেখানে কেউ নেই শুধু দু:খ ছাড়া! আজ তবু বারবার একটি কথাই শুধু মনে পড়ছে, এই তুমি কি সত্যিই সেই তুমি ছিলে? যে আমাকে এক মুহূর্ত দেখতে না পারার বেদনায় ছটফট করতে!আমাকে ছেড়ে থাকতে পারতে না! তবে আজ কেমন করে, কীভাবে এই আমাকে ছেড়ে বেঁচে আছ তুমি? কোনটা সত্যি ছিল-এই তুমি নাকি সেই তুমি?যে আমাকে তুমি এত ভালবাসতে, তাকে কেমন করে ভুলে আছ তুমি? নাকি তোমার সবটাই ছিল অভিনয়? জানতে আজ বড় ইচ্ছে করছে! তুমি ভুলে গেলেও আমি এখনো ভালবাসি তোমাকে। তোমার ভালবাসা অভিনয় ছিল কীনা জানিনা, তবে আমার ভালবাসায় কোনো অভিনয় ছিল না। তাইতো এখনো আমি ভুলতে পারিনি তোমাকে। আর এ জীবনে ভুলতে পারব কীনা জানিনা!শুধু দোয়া করো তোমাকে ভুলে যাওয়ার আগে যেন আমার শেষ নি:শ্বাসটুকু বন্ধ হয়ে যায়।
অপরাজিতা
আকাশের নীল খুব পছন্দ ছিল তোমার। তাইতো আমি মাঝে মাঝে তোমাকে নীল অপরাজিতা বলে ডাকতাম! এখনো কি তাই আছে?নাকি আমার সাথে সাথে তাও বদলে ফেলেছ তুমি? জানি এর জবাব কোনোদিনও আমার কাছে পৌঁছুবে না। তবু মাঝে মাঝে জানতে বড় ইচ্ছে করে আমার।কখনও যদি সময় হয় উত্তর দিও!
ভাল থেকো নীল অপরাজিতা।কোনো দু:খ যেন কখনও তোমাকে স্পর্শ করতে না পারে সেই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।কারণ, তোমাকে সবসময় সুখী দেখতে চেয়েছি আমি;দু:খী রুপে নয়!
ইতি
নীল বেদনা
(2061)