স্পন্সরড এলার্ম


জাতীয় দলের ক্রিকেটার ও কক্সবাজারের কৃতী সন্তান মমিনুল হকের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জনসভামঞ্চে মমিনুলের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত হাজার হাজার মানুষ করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘দেশে বিসিবির একমাত্র ক্রিকেট স্টেডিয়াম হলো শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করা হবে।
কক্সবাজারের ছেলে মুমিনুলকে নিয়েই কক্সবাজার স্টেডিয়াম উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা !!
বেষ্ট অফ লাক মমিনুল!!
আরো ভাল খেলো তাহলে এর ছেয়ে বড় কিছু তোমাকে দিয়ে উদ্বোধন করা হবে !! (1623)