স্পন্সরড এলার্ম


মানুষের বয়সের সঙ্গে পরিবর্তনশীল মন-মানসিকতা, চিন্তা-চেতনা, জ্ঞান ও ব্যবহারের বহিঃপ্রকাশ নির্ভর করে ব্যক্তিত্বের ওপর। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির এক বিজ্ঞানী এ তথ্য জানিয়ে বলেন, মানুষের জ্ঞানগর্ভ তার ব্যক্তিত্বে প্রকাশ পায়।
ওই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও সামাজিক চিকিৎসা বিজ্ঞানের প্রফেসর ডেনিয়েল মোজেক বয়সের প্রাণোচ্ছলতা বিষয়ে এক সভায় জানান, বয়সের বিভিন্ন স্তরে সুস্থতা, তরতাজা মানসিকতা এবং এর স্থায়ীত্বকাল মানুষের ব্যক্তিত্ব থেকেই বেরিয়ে আসে। বয়সের সঙ্গে মানুষের ব্যক্তিত্বের বিকাশ নিয়ে কাজ করেছেন প্রফেসর। কৈশোর থেকে বৃদ্ধকালের বিভিন্ন সময় ব্যক্তিত্বের নানা অংশের উত্থান ও পতনের হাজারো উদাহরণ তিনি দেখেছেন। বহু বয়স্ক মানুষের মধ্যেই উচ্চমানের দৈহিক ও মানসিক ভারসাম্যতা দেখা গেছে যারা অত্যন্ত রুচিশীল, দীর্ঘস্থায়ী এবং প্রাণবন্ত সামাজিক বন্ধনে আবদ্ধ থাকতে পারেন। এর সবই তার ব্যক্তিত্বের গঠন ও বৈশিষ্ট্য থেকে বিকশিত হয়।
বিজ্ঞানীর এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি শিকাগোতে অনুষ্ঠেয় আমেরিকান অ্যাসোশিয়েসন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স (এএএএস) এর বার্ষিক সভায় তুলে ধরা হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
(1502)