স্পন্সরড এলার্ম


১৯৮৬ সালের ২২ জুন অনুষ্ঠিত হয় ১৯৮৬ ফিফা ওয়ার্ল্ড কাপ এর আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। খেলায় আর্জেন্টিনা ২-১ ব্যাবধানে ইংল্যান্ডকে হারায়। এবং ১৯৮৬ এর বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে ফাইনাল এ জার্মানি কে হারিয়ে।
আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি কোনো সাধারণ ম্যাচ ছিল না , ম্যাচটি ইতিহাস এর একটি অন্যতম আলোচিত ম্যাচ। এই ম্যাচ এর মাধ্যমেই দিয়াগো মেরাডোনা Hand of God নাম টি অর্জন করে। ম্যাচটিতে দিয়াগো মেরাডোনা ২ টি গোল করে তার দল কে সেমি ফাইনাল এ নিয়ে যায়। দলের প্রথম গোলটি ৫১ মিনিট এ হয়। এবং এই গোল টি দিয়াগো মেরাডোনা হাত দিয়ে করে Hand of God নাম টি অর্জন করে.
Screenshots
ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন
১৯৮৬ ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা vs ইংল্যান্ড (2540)