স্পন্সরড এলার্ম


এবারের ঈদে ‘হট অফার বিডি’ নিয়ে এলো বাহারি পণ্যের সমাহার। আর এই আনন্দের মাত্রা হবে বহুগুণ যদি তা হয় সেরা মূল্যহ্রাসে।
এ বছরের শুরুতে যাত্রা শুরু করেছে HotOfferBD.COM অনলাইন শপ। অনলাইনে কেনাকাটা আরও সহজ করে দিলো হটঅফারবিডি.কম। প্রযুক্তির হাত ধরে চলা নাগরিক জীবনযাপনে দিন দিন যোগ হচ্ছে নিত্যনতুন মাত্রা। কাঁচাবাজার আর বিপণি-বিতান থেকে আমাদের প্রাত্যহিক বাজার-ঘাটে এখন যুক্ত হয়েছে অনলাইনে কেনাকাটা ও পণ্য সেবার নানা ওয়েবসাইট।
তাই কর্মব্যস্ত জীবনে কেবল এমন ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতেই বা কে চায়! এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতেই ভরসা করতে পারেন অনলাইনে শপিংয়ের ওপর। এখনে আপনি নানা ধরনের পণ্য অনলাইনে বসে কেনা কাটা করতে পারছেন আর পাচ্ছেন পণ্যের দামের উপরে নানান সব ডিসকাউন্ট। ঘরে বসে অনলাইনে অর্ডার দিন আর পণ্যটি হাতে নিয়ে দেখে শুনে পে করতে পারছেন।
তাছাড়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ এর মাধ্যমে পেমেন্ট তো থাকছেই । পুরো বাংলাদেশ জুড়ে আছে ডেলিভারির ব্যবস্থা তাই বাংলাদেশের যে কোন জায়গায় বসে অনলাইনে অর্ডার করে পণ্য পেতে পারেন । নিজের পছন্দের পণ্যটি স্বল্প মূল্যে পেতে এখনই ভিজিট করুন HotOfferBD.COM এবং facebook Page ।উন্নত বিশ্বের মত বাংলাদেশেও ই-কমার্স ব্যবসা দ্রুত জনপ্রিয় হচ্ছে। সেদিন বেশি দূরে নয়, ভোক্তাদের একটা বড় অংশ অনলাইনে তাদের কেনাকাটা সেরে ফেলতে পারবেন।
(2136)