স্পন্সরড এলার্ম


আসসালামু আলাইকুম,
ফটোশপ এর নেইল এলার্ম এর ২য় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম,
আমাদের আজকের কাজটার প্রধান ধাপ একটাই , সেটা হলো একটা প্লাগ ইন ব্যবহার করা :v 3:)
এটা একটা ফিল্টার । ডাউনলোড করে নিন এখান থেকে …
এছাড়া সোর্স ইমেজটা পাবেন এখানে .
এরপরের কাজ কিছুই না । ফিল্টারটা ফটোশপে এড করুন ।
তারপর ইমেজটা ফটোশপে ওপেন করুন । ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডুপ্লিকেট করুন । ( Layer > Duplicate layer) উপরের লেয়ারটা সিলেক্ট করুন ।
তারপর চলে যান এই ঠিকানায় . . . Filter > Redfield > fractalius
তারপর নিচের ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করুন Glow100
প্রিভিউ দেখার পর বোধহয় বুঝতেই পারছেন . . . কাজ প্রায় শেষ । এরপর আপনি ফিল্টারের ডিফল্ট সেটিংস চেঞ্জ করে দেখতে পারেন । শার্পনেস , লাইন ওয়াইডথ , রেডিয়াস , ডিফিউশন … ব্লা ব্লা ব্লা …. এগুলা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন । ডিফিউশন , ডেপথ , নয়েজ আর শার্পনেস আমি চেঞ্জ করিনি । লাইন ওয়াইডথ বাড়িয়ে নিতে পারেন । রেডিয়াস সামান্য কমাতে পারেন ।
তারপর ওকে করে দিন । ফিল্টারটা কাজ করতে কিছুটা সময় নেবে ।
এরপর আমাদের কাজ অবশ্য আরো একটা আছে । আমাদের চোখটা হাওয়া হয়ে গেছে । চোখটা ঠিক করার জন্য নিচের ব্যাকগ্রাউন্ডটা , যেটার কোন চেঞ্জ আমরা করিনি , সেটা আবার ডুপ্লিকেট করুন । এই নতুন লেয়ারটা ড্র্যাগ করে সবার উপরে দিয়ে দিন । যাদের বুঝতে কষ্ট হচ্ছে , তারা নিচের ইমেজের মত করে সাজিয়ে নিন ।
এরপর এই লেয়ারে শুধু চোখটা বাদে , আর সবকিছু ইরেজার দিয়ে মুছে দিন । তারপর চোখটার কালার চেঞ্জ করে দিন ।
কাজ শেষ 😀 ।
যদি আপনি প্লাগ ইন টার ফ্রি ভার্সন ডাউনলোড করে থাকেন , তাহলে ইমেজে ছোট ছোট অনেকগুলো Demo টেক্সট থাকবে । ফুল ভার্সন ডাউনলোড করলে সমস্যাটা আর থাকবে না । (2370)