স্পন্সরড এলার্ম


নকিয়ার এন্ড্রয়েড স্মার্টফোন ‘নরম্যান্ডি’ নিয়ে প্রযুক্তি বিশ্বের আগ্রহের কমতি নেই। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী মাসেই অর্থাৎ মার্চে বাজারে আসবে এই ফোন। ড্রয়েড গাই সাইটের রেফারেন্স দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (আইবিটি) জানাচ্ছে, নকিয়ার আশা সিরিজের সমকক্ষ এই সেটগুলো ‘নকিয়া এক্স’ ব্র্যান্ডনেম নিয়ে ২৫ মার্চ উন্মোচিত হতে পারে।
কোনো কোনো সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ২৪-২৭ তারিখে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হ্যান্ডসেটটির ঘোষণা আসবে।
আইবিটি’র প্রতিবেদনে জানা যায়, ভিয়েতনামের একটি মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নকিয়া এন্ড্রয়েড ফোনের ফিচার ও স্পেসিফিকেশন তুলে ধরা হয়েছে, যেগুলো লুমিয়া ৫২০ উইন্ডোজ ফোনের সাথে তুলনা করা যায়।
এতে বলা হয়, নরম্যান্ডি স্মার্টফোনে থাকবে ৪ ইঞ্চি ডাব্লিউভিজিএ (৮০০ x ৪৮০পি) স্ক্রিন, ডুয়াল কোর ১.২ গিগাহার্টজ চিপসেট, ৫ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ক্যামেরা, ৫১২ এমবি র্যাম, ৪জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট ইত্যাদি। এগুলো ডুয়াল সিম সাপোর্টেড হবে এবং ১৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। কিছু কিছু সূত্র বলছে নকিয়ার এন্ড্রয়েড ফোনে ১.৭ গিগাহার্টজ প্রসেসরও থাকতে পারে। সেক্ষেত্রে ব্যাটারির ধারণক্ষমতা ২০০০ এমএএইচ পর্যন্ত বাড়ানো হতে পারে।
নরম্যান্ডি বা নকিয়া এক্স ফোনের আনুমানিক দাম জানা যায় ১০০ থেকে ১২০ মার্কিন ডলার। এতে লুমিয়া বা আশা সিরিজের মতই অনেকগুলো রঙ থাকতে পারে। (845)