ব্ল্যাকলিস্ট অ্যাপ বা কল ব্লক ছাড়াই বিরক্তিকর কলারদের সায়স্তা করুন - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
নিনিতা নুহাশ

মোট এলার্ম : 49 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



ব্ল্যাকলিস্ট অ্যাপ বা কল ব্লক ছাড়াই বিরক্তিকর কলারদের সায়স্তা করুন
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

বিরক্তিকর কেউ আপনাকে অনবরত মিসড-কল দিয়ে ঝামেলা করছে বা ফোন করেই চলেছে? এর সমাধান হিসেবে আমরা জানি ব্ল্যাকলিস্ট অ্যাপের কথা বা কল ব্লক সার্ভিস ব্যবহার করে নাম্বারটি ব্লক করে দেয়া। কিন্ত এর আরও একটি সমাধান আছে, যাতে আপনার বিরক্তি একটু থাকলেও আপনাকে যে বিরক্ত করছে তার বারটা বেজে যাবে। তা হচ্ছে কলটি ভয়েস মেইলে ডাইভার্ট করে দেয়া। আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখি কিভাবে করা যেতে পারে কাজটি ।

(জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রাহকদের জন্য)

প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ যান (voice call) ।

তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন ।
তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ শেষ ।

ক) জিপি এর জন্য – ১২৬৬
খ) রবি এর জন্য – ৮১২১
গ) বাংলালিংক এর জন্য – ৭৭০
ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯

‌এবার ফলাফলঃ

এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গেছে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা। বন্ধ করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন।

(চাইলে ডাইভার্ট অল দিয়ে কিছুক্ষনের জন্য রেখে দিন, আপনার ঝামেলা করে ফোন কাটতেও হবেনা)

মজার এই পদ্ধতিটি আসা করি ভালো লেগেছে। ফোনের এমন অনেক ফিচারই অন্যভাবে ব্যবহার করা যেতে পারে, একটু ভাবলেই সেগুলো খুঁজে পাওয়া যাবে।

(2032)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ অ্যান্ড্রয়েড

এলার্ম ট্যাগ সমূহঃ > > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon