স্পন্সরড এলার্ম


নোকিয়া পিসি স্যুটের মাধ্যমে নোকিয়া ডিভাইস দ্বারা সহজেই পিসি’তে নেট চালানো গেলেও, অ্যান্ড্রয়েড ডিভাইসকে কিভাবে মডেম হিসেবে ব্যবহার করতে হয়, তা অনেকেই জানেন না।চলুন শুরু করা যাক। আপনার যা যা লাগবে, তা হল-
১| আপনার পিসি এবং অ্যান্ড্রয়েড ডিভাইস
২| USB ক্যাবল
৩| আপনার পিসি’তে ইনস্টলকৃত PdaNet 3.02 নামের অ্যাপ্লিকেশন
৪| অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টলকৃত PdaNet 3.02 অ্যাপ্লিকেশন
পিসি এবং ফোনের জন্য PdaNet 3.02 অ্যাপলিকেশন নামিয়ে নিনঃ
যা যা করতে হবেঃ
১| অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টলকৃত PdaNet 3.02 অ্যাপটি রান করুন।
২| খোলার পরপরই অ্যাপটির হোম স্ক্রিনে ২ টি অপশন থাকবে। “Enable USB Tether” -এ ক্লিক করুন।
৩| USB ক্যাবলের মাধ্যমে ফোনটি পিসি’র সাথে সংযুক্ত করুন। সাধারনত পিসি থেকে স্বয়ংক্রিয় ভাবে ফোনটি ডিটেক্টেড হয়ে ইন্টারনেটে সংযুক্ত হয়ে যায়। না হলে, “System Tray” থেকে PdaNet এর আইকনে ক্লিক করে “Connect to the Internet” বাটনে ক্লিক করুন। (1607)