স্পন্সরড এলার্ম


উপরের ছবিটা দেখেছেন কি? জ্বী হা, এটিই হতে যাচ্ছে আগামীতে অ্যান্ড্রয়েডের জন্য গুগল ক্যালেন্ডার।
আপডেট ভার্সনের এই ক্যালেন্ডারে থাকছে প্রতিদিনকার বিষয়সূচী যা কিনা অটোমেটিক্যালি আপনাকে প্রতিদনের কর্ম-সিডিউল মেইল করে জানিয়ে দিবে।
গুগল+ এর সাথে সংযুক্ত হয়ে আপডেটেড এই ক্যালেন্ডারটি আপনানে নোটকৃত যে কারো জন্মদিন, কাজের সিডিউল সহ যেকোন ধরনের বিষয়াবলীই মেইল করে জানিয়ে দিবে।
যদিও, আনুষ্ঠানিক রিলিজ হবার সময় সংযুক্ত ছবিগুলো থেকেও আরো নানান ধরনের পরিবর্তণ আনতে পারে। তবে আশা করা যায়, কয়েকমাস সময়ের ব্যবধানেই গুগল তাদের ক্যালেন্ডার এর আপডেট ভার্সন রিলিজ করতে যাচ্ছে