স্পন্সরড এলার্ম


চারমাস পূর্বেই সনি তাদের এক্সপেরিয়া ২০১৩ সিরিজের স্মার্টফোন সমূহের জন্য অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন আপডেট এনেছিলো । কিন্তু এক্সপেরিয়া ২০১৩ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা যেনো মুখিয়ে ছিলেন তাদের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট পাওয়ার অপেক্ষায় ! এবার তাদের অপেক্ষার সেই প্রহরের পরিসমাপ্তি ঘটতে চলেছে। অফিসিয়াল এক বার্তায় সনি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মাসেই এক্সপেরিয়া জেড, জেডএল, জেডআর ও ট্যাবলেট জেড ব্যবহারকারীরা তাদের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেট পাবেন।
তবে মজার বিষয় হলো এসব কিটক্যাট আপডেট পেতে যাওয়া এসব ডিভাইসের কোনটিই কিন্তু সনির সর্বশেষ সংস্করণের ডিভাইস নয় ! বরং এই ডিভাইসগুলোর সবগুলোই ২০১৩ সালের প্রথমার্ধের আগেই বাজারে আসা ! ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন এসব ডিভাইসের মধ্যে কেবলমাত্র প্রসেসর ও র্যামেই মিল রয়েছে। এসব ডিভাইসের প্রত্যেকটিতেই রয়েছে ১.৫ গিগাহার্টজের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ও ২ গিগাবাইটের র্যাম। এছাড়া এসব ডিভাইসের প্রত্যেকটিই গত ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন আপডেট পেয়েছিলো।
এই আপডেটে কী কী নতুন ফিচার থাকছে এখন পর্যন্ত সে সম্পর্কে কোন ধরণের তথ্য জানায়নি সনি কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে এই আপডেটে ক্লাউড প্রিন্টিং, সুসজ্জিত নেভিগেশন ও নোটিফিকেশন প্যানেলসহ অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের প্রায় সকল ফিচারই থাকবে।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, রিলিজ হওয়ার পর থেকে এপর্যন্ত এই ৪টি ডিভাইসের প্রত্যেকটিই ২ বার করে অ্যান্ড্রয়েড আপডেট পেয়েছে। অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেট তাই হতে চলেছে তৃতীয় আপডেট।
প্রিয় পাঠক, আসুন একনজরে দেখে নিই এক্সপেরিয়া জেড, জেডএল, জেডআর ও ট্যাবলেট জেড ডিভাইস সমূহের ক্রমাগত অ্যান্ড্রয়েড ভার্সন আপডেটের চিত্রঃ
এক্সপেরিয়া জেডঃ
এক্সপেরিয়া জেডএল
এক্সপেরিয়া জেডআর
এক্সপেরিয়া ট্যাবলেট জেড
আগামী মাসে এই আপডেট আসলেও ঠিক কত তারিখে এই অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেট পাবেন এক্সপেরিয়া জেড, জেডএল, জেডআর ও ট্যাবলেট জেড ব্যবহারকারীরা এখন পর্যন্ত সে সংক্রান্ত কোন ধরণের ঘোষণা দেয়নি সনি।
(885)