স্পন্সরড এলার্ম


বহুল আলোচিত ই-বুক প্রাইস ফিক্সিং কেলেঙ্কারি ইস্যুতে বিশাল ধাক্কা খেল অ্যাপল। বেআইনী উপায়ে ই-বুকের দাম বাড়িয়ে পুরো ডিজিটাল বুক ইন্ডাস্ট্রিতে দাম বৃদ্ধির অভিযোগে যুক্তরাষ্ট্রের ৩৩ স্টেটের ভোক্তাদের পক্ষে ২০১৩ সালে এই মামলা দায়ের করা হয়েছিল। ঐ ৩৩ মার্কিন প্রদেশ এন্টিট্রাস্ট অপরাধের জন্য দায়ী করে অ্যাপলের নিকট থেকে ৮৪০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবী করছে।
স্টেট অ্যাটর্নি জেনারেল ও ভোক্তা গোষ্টী অ্যাপলের অতি মাত্রায় সেটকৃত ইবুক মূল্যের জন্য প্রাথমিক ট্র্যায়ালে মূলত ২৮০ মিলিয়ন ডলারের ক্লেইম এসেছিল। কিন্তু ড্যামেজ সিস্টেমকে অর্থবহ করতে এখন এই পরিমাণের তিন গুণ দাবী করছে মামলার বাদী পক্ষ। তাদের অভিযোগ, অ্যামাজন বুক স্টোরে যেখানে ইবুকের গড় মূল্য ৯.৯৯ ডলার ছিল তখন অ্যাপল তাদের আইটিউনসে প্রতিটি ইবুকের গড় মূল্য ১২.৯৯ ডলার সেট করেছিল। এজন্য পুরো ইন্ডাস্ট্রিতেই এক সময় ইলেকট্রনিক বুক (ইবুকের) দাম বেড়ে যায়।
(1474)