স্পন্সরড এলার্ম


সূত্র ঃপ্রিয় ডট কম
মাইক্রোসফট সত্য নাদেলাকে তাদের নতুন সিইও হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনে জানা গেছে, বিল গেটসকে পুনরায় সক্রিয় একটি পদে নিয়োগ দিতে যাচ্ছে মাইক্রোসফট বোর্ড।
ব্লুমবার্গ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চেয়ারম্যান পদ থেকে বিল গেটসকে সরিয়ে বোর্ড সদস্য জন থম্পসনকে নিয়োগ দেয়া হতে পারে। আর বিল গেটসকে মাইক্রোসফটের পণ্য ও সেবাসমূহের সঙ্গে আরও যুক্ত করার জন্য সত্য নাদেলা অনুরোধ জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দি ওয়াল স্ট্রিট জার্নাল।
অবশ্য এর আগে বিল গেটস জানিয়েছিলেন, তিনি মাইক্রোসফটে ফুল টাইম আর কাজ করবেন না। এ লক্ষ্যে তিনি চেয়ারম্যানের পদ নিলেও ব্লুমবার্গ সম্প্রতি জানিয়েছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেয়ায় আগ্রহী হতে পারেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
ঠিক কী পদে বিল গেটস দায়িত্ব নিতে যাচ্ছেন না জানা না গেলেও নতুন সিইও হিসেবে সত্য নাদেলা দায়িত্ব নিলে তারা দু’জন মিলে মাইক্রোসফটকে উন্নতির দিকে নিয়ে যেতে কাজ করবেন এ ব্যাপারে সবাই মোটামুটি নিশ্চিত। এ ব্যাপারে আগামী কয়েক সপ্তাহ বা মাসেই বিস্তারিত জানার আশা করছেন প্রযুক্তিবিদরা।
(1086)