স্পন্সরড এলার্ম



গুগলের অগমেন্টেড রিয়েলিটি সুবিধার ‘গ্লাস’ প্রথম উন্মোচন হওয়ার পর অনেকেই একে অবাস্তব ভেবে উড়িয়ে দিয়েছেন আর অনেকে একে বেশিমাত্রার কল্পবিজ্ঞান বলে হাস্যরস করেছেন। কিন্তু এবার সত্যিই জনপ্রিয় হতে শুরু করেছে গুগল প্লাস। আর বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের অফিসিয়াল কাজে ব্যবহার করতে শুরু করেছে এই ফিউচারিস্টিক চশমা।
সম্প্রতি ভার্জিন গ্যালাকটিক তাদের স্টাফদের চোখে লাগিয়ে দিয়েছে একটি করে গুগল গ্লাস চশমা ও হাতে দিয়েছে সনি স্মার্টওয়াচ ২। এই দু’টির সমন্বয়ে ‘আপার ক্লাস’ যাত্রীদের চেকইন আরও দ্রুত করতে গুগল গ্লাস চোখে লাগিয়ে তাদের সনাক্ত করার কাজ করছেন স্টাফরা। হেথরো এয়ারপোর্টের ৩ নম্বর টার্মিনালে স্টাফদের এই গুগল গ্লাস চোখে লাগিয়ে যাত্রীদের তাদের নাম অনুসারে শুভেচ্ছা জানাতে ও তাদের ফ্লাইট সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে দেখা গেছে।
সূত্র জানিয়েছে, ভার্জিন কেবল ছয় সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে গুগল গ্লাস ব্যবহার শুরু করেছে। এরপর গুগল গ্লাসের ব্যবহার অব্যাহত থাকবে কি না তা জানা না গেলেও ভার্জিন এখনই পরিকল্পনা করে রেখেছে বিশেষ কিছু অ্যাপ্লিকেশন তৈরি করার যার মাধ্যমে যাত্রীদের দেখেই তাদের পছন্দের খাবারের তালিকা বলে দিতে পারবেন স্টাফরা।
গুগল গ্লাসের সামনে থাকা ক্যামেরার মাধ্যমেই যাত্রীদের সনাক্ত করে তাদের বিস্তারিত তথ্য তুলে আনা সম্ভব হচ্ছে। তবে এখন পর্যন্ত কেবল প্রথম শ্রেণীর যাত্রীদের জন্যই এই ব্যবস্থা। ব্যাপক আকারে কখনো গুগল গ্লাসের ব্যবহার শুরু হলে হয়তো ইকোনমিক শ্রেণীর যাত্রীদের জন্যও গুগল গ্লাস পরিহিত স্টাফের দেখা মিলবে ভবিষ্যতে।
(1465)