স্পন্সরড এলার্ম


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।।
দুই বছরের মধ্যেই দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ
দুই বছরের মধ্যেই এক হাজার ৪০০ গিগাবাইট ব্যান্ডউইডথসহ দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ।
ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দীক বলেন, “পটুয়াখালীতে ল্যান্ডিং স্টেশন তৈরির কাজ অনেকদূর এগিয়েছে। ২০১৬ সালের শুরুতেই দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ।”
দ্বিতীয় সাবমেরিন কেবল সংযুক্ত হলে বাংলাদেশ অতিরিক্ত ১ হাজার ৪০০ গিগাবাইট ব্যান্ডউইডথ পাবে বলে জানান সচিব।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে ২০০ গিগাবাইট ব্যান্ডউইডথসহ সাবমেরিন কেবলে সংযুক্ত আছে বাংলাদেশ, যার মধ্যে প্রায় ৪০ গিগাবাইট ব্যবহৃত হচ্ছে।”
২০১৪ সালের শেষের দিকে দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার কথা থাকলেও কিছু জটিলতায় তা পিছিয়ে যায় জানিয়ে মনোয়ার হোসেন বলেন, “১৭ দেশের কনসোর্টিয়ামের কিছু দেশ অন্য একটি সাবমেরিন কেবলে (এশিয়া-আফ্রিকা-ইউরোপ-১ বা এএই-১) যাওয়া নিয়ে দ্বিধাদণ্ডে থাকাতে এ সময় নষ্ট হয়েছে।” (1748)