স্পন্সরড এলার্ম


গ্রামে প্রযুক্তি সেবা পৌঁছে দিতে সাড়ে আট হাজার পোস্ট অফিসকে ই-সেন্টারে রুপান্তর করতে প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বুধবার, রাজধানীতে সিটি আইটি ফেয়ার ২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সাইবার অপরাধ বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
বিশ্বকাপের খেলা প্রযুক্তির মেলা শ্লোগান নিয়ে শুরু হল সিটি আইটি ফেয়ার ২০১৪। রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙ্গিনায় শুরু হওয়া এ মেলায় অংশ নিচ্ছে ১৬০ টি প্রতিষ্ঠান। ২৬ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। সকালে মেলার উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি এর অপব্যবহারের বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় সবার মাঝে প্রযুক্তির ব্যবহার বাড়াতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে তারা মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন।
মেলায় আসা নতুন প্রযুক্তির দিকে দর্শনার্থীদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন ছাড়ের পাশাপাশি মেলা উপলক্ষে দেয়া হচ্ছে নানা উপহার।
এছাড়া মেলাতে কম্পিউটার বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গেমিং, ফটোগ্রাফী ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হবে। মেলাতে ১০ টাকা প্রবেশ ফি ধরা হলেও শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
সূত্রঃ বাংলাদেশপ্রেস ডট কম (1063)