স্পন্সরড এলার্ম


নতুন একটি স্মার্টফোন বাজারে আনার উদ্যোগ নিয়েছে এলজি যা হবে একাধারে পানি ও ধুলারোধী। নতুন মডেলের হ্যান্ডসেট দিয়ে বাজারে শক্ত অবস্থান ধরে রাখার উদ্যোগ নিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এ বহুজাতিক প্রতিষ্ঠানটি।
এলজি বলছে, ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারে পানি কিংবা ধুলাবালীর ভয় আর থাকবে না। চিন্তা ছাড়াই ব্যবহার করতে পারবেন এটি।
জানা গেছে, ইলেকট্রনিকস পণ্যের জায়ান্ট কোম্পানিটি এলজি জি৩ মডেলের ফোন বাজারে আনবে, যা পানি ও ধুলারোধী।
কোম্পানিটির কর্মকর্তারা আশা করছেন, আগামী জুনে জি৩ মডেলের ফোন বাজারে ছাড়া সম্ভব হবে।
এলজির পক্ষ থেকে জানানো হয়েছে এ সেটের ডিসপ্লে রেজুলেশন ২৫৬০×১৪৪০পি, ৬৪ বিট প্রসেসর ও ক্যামেরা ১৬ এমপি। (1044)