স্পন্সরড এলার্ম



বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে আগামী ২৭ মার্চ থেকে শুরু মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি মেলা। ধানমিন্ডর কুদরত-ই-খুদা সড়কে অবস্থিত পরিষদ ক্যাম্পাসে অনুষ্ঠেয় তনি দনের এই মেলায় বিসিএসআইআরের বিজ্ঞানীদের উদ্ভাবিত পণ্য এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও স্বশিক্ষিত বিজ্ঞানীদের উদ্ভাবন প্রদর্শনের সুযোগ থাকবে।
জানা গেছে, নিজস্ব উদ্ভাবন নিয়ে মেলায় হাজির হতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে ছাত্রছাত্রীদের। ২০ মার্চ বৃহস্পতিবার অফিস চলাকলীন সময়ের মধ্যে প্রকল্প প্রস্তাব জমা দেয়া যাবে। মেলার উদ্ভাবনী পর্বে অংশ নিতে প্রতিযোগীদের নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী), মাধ্যমিক (নবম ও দশম শ্রেণী) এবং উচ্চ মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণী)- এই তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।
বিসিএসআইআরের সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মো. তোফাজ্জল হোসেন এ বিষয়ে জানান, প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হবে। একইসঙ্গে নির্বাচন করা হবে সর্বশ্রেষ্ঠ উদ্ভাবনী প্রকল্প।
(1204)