স্পন্সরড এলার্ম


শরীরের তাপ থেকেই বিদ্যুৎ উৎপন্ন করে তা দিয়েই চলবে আপনার গুগল গ্লাস বা স্মার্ট ঘড়ি। এই অসম্ভবকেই সম্ভব করার পথ বাতলালেন এক দল গবেষক।
ওই গবেষক দল এমন একটা হালকা, ছোট্ট গ্লাস ফ্যাবরিকের থার্মোইলেক্ট্রিক জেনারেটর তৈরি করে ফেলেছেন যা মানুষের শরীরের তাপ থেকে তৈরি করে ফেলতে পারে বিদ্যুৎ।
এটি এতই নমনীয় যে ইচ্ছামতো বাঁকিয়ে জেনারেটরটির ব্যাসার্ধ ২০ মিমি করে ফেলা যায়। উপর-নিচে ১২০ বার বাঁকালেও জেনারেটরটির কার্য ক্ষমতা সামান্য একটুও কমে না। এমনটাই জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউড অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানী বুং জিন চো।
এই জেনারেটরটি সর্বনিম্ন তাপশক্তির বিনিময়ে সর্বোচ্চ ক্ষমতার জোগান দিতে সক্ষম। এই জেনেরেটরটি অটোমোবাইল, এয়ারক্র্যাফট, জাহাজ তৈরির কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন বৈজ্ঞানিকরা
(1293)