স্পন্সরড এলার্ম


টেক জায়ান্ট অ্যাপল আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ৬ বাজারে আসার তারিখ না জানালেও ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে আইফোন ৬-এর নানা ধরনের নকশা ও ছবি প্রকাশ শুরু হয়েছে।
শুধু আইফোন ৬-ই নয়, একই সঙ্গে আইফোন ফ্যাবলেটও বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, চলতি বছরের শেষ দিকেই ব্যবহারকারীরা আইফোন ৬ হাতে পাবেন। ৪.৭ ইঞ্চি স্ক্রীন , এ ৮ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম থাকতে পারে নতুন আইফোনে।
আইফোন৬ বর্তমানে বাজারে থাকা আইফোনের অন্যান্য মডেলের চেয়েও পাতলা হতে পারে, যাতে ব্যবহারকারীদের নতুন নানা পছন্দের বিষয় যুক্ত হতে যাচ্ছে।
আইফোন ৬ ছাড়াও ৫.৫ ইঞ্চির আইফোন ফ্যাবলেটের ব্যাপারেও নানা তথ্য জানা যাচ্ছে। হাই ডেফিনেশনের এ ফ্যাবলেটে থাকছে ১৯২০ x ১০৮০ পিক্সেল পর্দার দারুণ সব উন্নত বৈশিষ্ট্য।
প্রথম ফ্যাবলেট দিয়েই বাজার মাত করতে চাইছে অ্যাপল। তাই উন্নত এ ৮ প্রসেসর ছাড়াও থাকছে উন্নত ব্যাটারিসুবিধা। তবে বরাবরের মতো সবকিছুই এখনো ‘শোনা কথা’ হিসেবেই থাকছে। এ ব্যাপারে মুখ খোলেনি অ্যাপল। (1787)