স্পন্সরড এলার্ম


বিশেষ উপলক্ষ্যে কখনও কখনও জামাকাপড় বা গৃহস্থালী পণ্যের মূল্যহ্রাস অর্ধেক হতে দেখা গেছে। কিন্তু ঘটনাটি যদি হয় ল্যাপটপের ক্ষেত্রে, তাহলে তা অবাক হওয়ার মতোই ঘটনা। সবাই জানতে চাইবেন বিশেষ উপলক্ষ্যটা কি? প্রযুক্তিপ্রেমীদের কাছে এই মুহূর্তে তার উত্তর ‘টেকশহর ল্যাপটপ মেলা’।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলায় এইচপির ৪২ টি মডেলের ল্যাপটপ মিলবে অর্ধেক দামে। স্মার্ট টেকনোলজিস লিমিটেডের প্যাভিলিয়ন থেকে এই অফার পাওয়া যাবে। যেখানে এইচপি এলিট বুক সিরিজের দুটি মডেলের প্রতিটির দাম এক লাখ ৩৮ হাজার টাকা, সেখানে এই ল্যাপটপ দু’টি পাওয়া যাচ্ছে অর্ধেক মূল্যে ৬৮ হাজার টাকায়।
এভাবে এইচপি প্রো বুক সিরিজের ৭টি মডেল, টাচ সিরিজের দুটি মডেল, এনভি সিরিজের ৭টি মডেল, প্যাভিলিয়ন সিরিজের ১৩টি, এইচপি সিরিজের ৬টি এবং প্যাভিলিয়ন ডিভি সিরিজের ৫টি মডেল রয়েছে।
স্মার্ট টেকনোলজিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুজাহিদ আল বেরুনী সুজন টেকশহরডটকমকে জানান, এক্সপো মেকারের ল্যাপটপ মেলাগুলোতে মানুষ ল্যাপটপ কিনতে হুমড়ি দিয়ে থাকে। তাই আমরা এই মেলায় আমাদের স্টক ক্লিয়ারেন্স দিতে অর্ধেক দামে ল্যাপটপ কেনার অফার দিয়েছি। ক্রেতারা প্রথমে তা অবিশ্বাস্য ভাবলেও ঘটনাটি সত্যি। (1418)