স্পন্সরড এলার্ম


এজন্য তথ্য ও যোযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দু’জন এবং পিকেএসএফ থেকে দু’জনকে ফোকাল পয়েন্ট হিসেবে মনোনীত করা হয়েছে বলেও তিনি জানান। বুধবার পিকেএসএফ মিলনায়তনে ‘শেখার মাধ্যমে আয়’ (লার্নিং অ্যান্ড আর্নিং) বিষয়ক কর্মশালায় পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী তাদের আয়ের পথ দেখিয়ে দেয়া হলে তারা নিজেরাই আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলবে।
তিনি বলেন, এ কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য এনজিওদের সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। খুব শিগগির আইসিটি মন্ত্রণালয়, পিকেএসএফের এনজিও কর্মকর্তাদের নিয়ে বড় আকারে একটি কর্মশালার উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
কর্মশালয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নি অ্যান্ড আর্নিং প্রোগ্রামের মাধ্যমে নয় মাসে ১৫ হাজার ফ্রিল্যান্সার তৈরি হয়েছে।
অনলাইন মার্কেট প্লেসে দেশের ফ্রিল্যান্সারদের অবদানের কথা উল্লেখ করে আইসিটি সচিব বলেন, ওডেস্কে পাকিস্তান, রাশিয়া, আমেরিকা এবং ইউক্রেনকে পেছনে ফেলে বাংলাদেশ ফ্রিল্যান্সারদের কাজের প্রবৃদ্ধি বিগত নয় মাসে বৃদ্ধি পেয়েছে ১০২ শতাংশ।
ফ্রিল্যান্সিং আউট সোর্সিং খাত থেকে বাংলাদেশের আয় এ বছর ৪০ মিলিয়ন মার্কিং ডলার ছড়িয়ে যেতে পারে বলে এসময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এন আই খান জানান, আগামী বছর লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামের মাধ্যমে ৪৫ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে। সরকারের লক্ষ্য প্রথমে ফ্রিল্যান্সার তৈরি করা। পরবর্তীতে এসব ফ্রিল্যান্সার মধ্য থেকে উদ্যোক্তা এবং শেষে এসব উদ্যোক্তাদের মধ্যে থেকে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) বা আইটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি করা হবে।
এন আই খান বলেন, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) থেকে বর্তমানে প্রতি বছর প্রায় ৫০ হাজার তরুণ-তরুণী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লিভারেজিং আইসিটি প্রকল্প থেকে ৩৪ হাজার আইটি পেশাজীবী তৈরি হচ্ছে।
কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপস কর্মসূচির পরিচালক ড. মোহাম্মদ আবুল হাসান, লিভারেজিং আইসিটি প্রকল্পের কম্পিউনিকেশন কনসালট্যান্ট অর্জিত কুমার সরকার ও টেকনিক্যাল স্পোশালিস্ট খালিদ নোমান হুসাইনী এবং পিকেএসএফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদেরসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (2027)