স্পন্সরড এলার্ম


আইপ্যাডের জন্য মার্কিন সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি সিস্টেমস ইনকর্পোরেটেড নিয়ে এসেছে নতুন অ্যাপ ‘অ্যাডোবি ভয়েস’। নতুন অ্যাপ দিয়ে ইমেজ, মিউজিক, ভয়েস রেকর্ডিং আর স্পেশাল ইফেক্ট দিয়ে সহজেই ভিডি
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই অ্যাপটি বানিয়েছে অ্যাডোবি। অ্যাডোবি ভয়েস থেকে ভিডিও তৈরি করতে পারবেন প্রচলিত ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন না এমন ব্যবহারকারীও। ভিডিওগুলোর মাধ্যমে তারা তুলে ধরতে পারবেন নিজেদের গল্প।
এক বিবৃতিতে অ্যাডোবির ভাইস-প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট ফর ক্রিয়েটিভ মিডিয়া সলিউশন ইনস্টন হেন্ড্রিকসন বলেন, “ক্রিয়েটিভ ক্লাউড শিল্পের শীর্ষস্থানীয় ভিডিও এবং অডিও প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীদের হাতের মুঠোয় পৌঁছে দেয় অ্যাডোবি ভয়েস।”
ব্যবহারকারীদের শুরুতেই বেছে নিতে অ্যাপের পুরনো স্টোরি টেমপ্লেটগুলোর একটি। ভিডিওর গঠনটা অনেকটাই সহজ করে দেবে টেমেপ্লটগুলো। ব্যবহারকারী নিজের ছবির পাশাপাশি ছবি সংগ্রহ করতে পারবেন অ্যাপলের ২৫ হাজার আইকনের লাইব্রেরি আর ওয়েব থেকে।
অ্যাডোবির নিজস্ব সাউন্ডট্র্যাকও আছে অ্যাপটিতে। গল্পের আবহের সঙ্গে মিলিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ডইফেক্ট ফছন্দ করে নিতে পারবেন ব্যবহারকারী নিজেই। এছাড়াও রেকর্ড করে ব্যবহার করা যাবে নিজের কণ্ঠও।
সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি হলেও অ্যাডোবি ভয়েস স্কুলগুলোতে শিক্ষার্থী আর শিক্ষকদের বেশি কাজে আসবে বলেই আশা করছে অ্যাডোবি। শিক্ষক-শিক্ষার্থীরা অ্যাপটি ব্যবহার করে ‘ইন্টারঅ্যাক্টিভ ভিডিও’ তৈরি করতে পারবেন। অ্যাপটির বেটা ভার্সনের কার্যকারিতা পরীক্ষা করতে অ্যাডোবি শিক্ষক-শিক্ষার্থীদের সাহায্যও নিয়েছিল– বলা হয়েছে ম্যাশএবলের প্রতিবেদনে।
(1307)