স্পন্সরড এলার্ম


স্মার্টফোনের ইউজারদের অন্যতম অসুবিধা এখন ব্যাটারি লাইফ। এমনকি আইফোনের সর্বশেষ সংস্করণ ৫এস মডেলের ক্ষেত্রেও এর তেমন উন্নতি হয়নি। বেশিরভাগ ব্যবহারকারীকে পোর্টেবল চার্জার সাথে নিয়ে ঘুরতে হয়। তবে এ সবই বদলে যেতে পারে আইফোন ৬ বাজারে আসলে।
টেক জায়ান্ট অ্যাপলের সম্ভাব্য স্মার্টফোন আইফোন ৬ ও নতুন আইপ্যাডে ব্যাটারির ক্ষেত্রে চমক যোগ হচ্ছে। যদিও এক সময় নতুন অ্যাপল পণ্য মানেই ছিল চমকের ছড়াছড়ি। স্টিভ জবস চলে যাওয়ার পর অ্যাপল চমক কমে গিয়েছিল।
তবে এবার নতুন এ দুটি মোবাইল ডিভাইসের ব্যাটারি সৌরশক্তিতে চার্জ করার প্রযুক্তি যোগ করছে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে এমন গুজব নিয়ে খবরও বেরিয়েছে। এজন্য রুবি (স্যাফায়ার) দিয়ে বিশেষ ধরনের সোলার সেল অ্যাপল ব্যবহার করতে পারে এসব ডিভাইসে।
প্রযুক্তি গবেষক ম্যাট মার্গোলিসের জানান, অ্যাপল সম্প্রতি ৫৭৮ মিলিয়ন ডলার ব্যয়ে স্যাফায়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিটি অ্যাডভান্সড টেকনোলজিসের সাথে চুক্তি করেছে। কোম্পানিটি অ্যাপলকে স্যাফায়ারে তৈরি ডিসপ্লে সরবরাহ করতে পারে।
অন্যদিকে, তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকোন স্যাফায়ার ডিসপ্লে সম্বলিত আইফোনের ডিজাইনের ১০০টি প্রোটটাইপ অ্যাপলকে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সব মিলিয়ে ধারনা করা হচ্ছে, কিউপার্টিনোর কোম্পানিটি এমন একটি ডিসপ্লে ব্যবহার করতে, যেটি সরাসরি সূর্যের আলো থেকে শক্তি নেবে।
– ইয়াহু নিউজ অবলম্বনে
(1256)