আইফোন হার্ডওয়্যার ট্রাবলশুটিং পর্ব – ৩ - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
মুহাম্মাদ তাওহিদ গাজী

মোট এলার্ম : 158 টি

মুহাম্মাদ তাওহিদ গাজী

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



আইফোন হার্ডওয়্যার ট্রাবলশুটিং পর্ব – ৩
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

লক্ষন:

  • আইফোনটি ব্যবহার করে কল করার সময় আপনি স্পিকারে কোন শব্দ শুনতে পাবেন না।
  • অথবা বিকৃত ও কচকচিয়া আওয়াজ আসে।
  • কোন কোন সময় এ্যাপস বা কন্ট্রোল সেন্টারে আপনি ভলিউম স্লাইডার নাও দেখতে পেতে পারেন।
  • অথবা যখন ভলিউম এডজাস্ট করতে যান তখন ভলিউম বার না দেখতে পেতে পারেন।

TS5180-ios7-control_center-001-enTS5180-ios7-volume_hud-001-en

সমাধান: নিচের পিকচারগুলো স্পিকার চেনার জন্য আপনাকে সাহায্য করবে এবং পরবর্তী পদক্ষেপগুলো অনুসরন করুন।

আইফোন ৫ বা তার পরের ভার্সন

1

আইফোন ৪ বা ৪ এস

2

আইফোন ৩জি বা তার আগের ভার্সন

3

  1. ভলিউম এমন একটি লেভেলে সেট করুন যাতে আপনি শব্দ শুনতে পারেন
  2. শুনতে না পেলে, এটা নিশ্চিত করুন যে জ্যাক কানেক্টরে কোন কিছু প্লাগ করা নেই
  3. যদি আপনি প্রটেকটিভ কেস ও ডিসপ্লে ফিল্ম ব্যবহার করে থাকেন, তা রিমোভ করে আবার চেষ্টা করুন।
  4. নিশ্চিত করুন যে স্পিকার এবং ডক পোর্টগুলো পানি ও ময়লা দ্বারা আবর্জিত হয়নি। যদি এমন হয় তবে ময়লাগুলো শুকনো কাপড় দিয়ে পরিস্কার করে ফেলুন।
  5. যদি  কোন নির্দিষ্ট এ্যাপস এ কোন প্রকার অডিও সমস্যা থাকে, তবে অন্য এ্যাপস দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
  6. ব্লুটুথ এর সাথে কানেক্টেড হলে তা ডিসকানেক্ট করে আবার চেষ্টা করুন
  7. আপনার ফোনটি রিস্টার্ট দিন
  8. আপনার ডিভাইসটি আপ টু ডেট করুন
  9. এরপরও যদি সমাধান না পান, এ্যাপল সাপোর্টের সাথে যোগাযোগ করে আইফোন এর সফ্টওয়্যারটি রিসেট করুন

  (1927)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ আইফোন

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon