স্পন্সরড এলার্ম



মানুষের সাথে তুলনায় হাতি হলো পাহাড়ের মতো বিশাল একটি জন্তু। একে পাহাড়ের সাথে তুলনা করাটা মোটেই অদ্ভুত কিছু নয়। কিন্তু ভাবুন তো, এই তুলনা যদি উল্টে যায়, অর্থাৎ পাহাড়ের চেহারাই যদি হয়ে যায় হাতির মতো? তবে কেমন হবে বলুন তো! আর এই হাতির মতো পাহাড় একটা-দুটো নয়, পৃথিবীর অনেক স্থানেই দেখা যায়। এসব দেখে সহজেই বোঝা যায় পাহাড় এবং হাতিকে মানুষ কেন এক করে ফেলে!
১) হেইমায়ে, আইসল্যান্ড
আইসল্যান্ডের এই পাহাড় শুধু হাতির মতো দেখতেই নয়, বরং তা আকৃতিতেও অতিকায়। এতে ফুটে উঠেছে এত ক্ষুদ্রাতিক্ষুদ্র সব খুঁটিনাটি যে মনে হয় বিশাল এক হাতি প্রস্তরে রূপান্তরিত হয়ে এর জন্ম দিয়েছে।
২) টোঙ্গাপরুটু, তারানাকি, নিউজিল্যান্ড
হাতির কি গরম লেগেছে? তাই কি সে পানিতে গোড়ালি ডুবিয়ে দাঁড়িয়ে? নাকি সাগরের জল থেকে উঠে আসা এক পাহাড় এটি? চোখে ধাঁধাঁ লাগিয়ে দিতেই পারে নিউজিল্যান্ডের এই পাহাড়।
৩) এলিফ্যান্ট স্টোন, সিক, পেট্রা
জর্ডানের পেট্রা এমনিতেই অন্যরকম রহস্যের আলোছায়ায় ঘেরা। তার ওপরে এই শহরের প্রবেশদ্বার “সিক” আগলে রেখেছে প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা এক হাতি।
৪) অ্যালি অফ ফায়ার স্টেট পার্ক, নেভাদা, আমেরিকা
আগুনে লাল আভায় রঞ্জিত এই পাথরের পাহাড় থেকে যেন আড়মোড়া ভেঙে বের হয়ে আসতে চাইছে ঘুমন্ত এক হাতি!

৫) বক্স এল্ডার কাউন্টি, আমেরিকা
খুব শুকনো পরিবেশের মাঝে হাঁটতে হাঁটতে যেন ক্লান্ত হয়ে ঝোপের মাঝে বসে পড়েছে এই হাতি, আর রূপান্তরিত হয়েছে পাথরে
(1696)