স্পন্সরড এলার্ম


আজ আপনাদের এমন ১৫ টি ছবি দেখাবো যা না দেখলে আপনি কখনই বিশ্বাস না যে প্রকৃতিতে এমনও হতে পারে। তো চলুন আর দেরি না করে এক এক করে ১৫ টি অসাধারণ দৃশ্য দেখে নেয়া যাক,
১. আগ্নেয়গিরির মধ্যে বজ্রপাত
২. আব্রাহাম লেকের মধ্যে হিমায়িত বায়ুপূর্ণ বুদবুদ (Air Bubbles)
৩. মেক্সিকোর ভূগর্ভস্থ প্রাকৃতিক স্প্রিংস।
৪. দানব ক্রিস্টাল গুহা নাচিয়া, মেক্সিকোতে।
৫. অসাধারণ সমুদ্রের ঢেউ Vaadhoo, মালদ্বীপ।
৬. প্রতিফলিত লবণের মেঝে, বলিভিয়াতে।
৭. মস্কোর উপর আলো স্তম্ভ।
৮. অরেগন উপকূলের প্রাকৃতিক লবণ জলের ফোয়ারা।
৯. অ্যারিজোনা মধ্যে সুন্দর বেলেপাথর গঠন।
১০. রংধনু ইউক্যালিপ্টাস গাছ Kailua, হাওয়াই।
১১. এন্টার্কটিকার মধ্যে রক্তের জলপ্রপাত।
১২. মাকড়সার জালের নারকেল গাছ, পাকিস্তান।
১৩. বেইজিং এর উপর দৈত্য আকৃতির মেঘ।
১৪.পানির নিচের বন।
১৫. গোলাপী রঙের লেক, অস্ট্রেলিয়া ।
টিউনটা লিখতে আমার ৩ দিন লেগেছে অনেক কষ্ট করে টিউনটা শেষ করলাম তাই ভাল লাগলে নিশ্চয় একটা টিউমেন্ট করবেন।
টিউনটি আগে আমার ব্লগে প্রকাশিত।
সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।
সম্পূর্ণ ফ্রীতে ইন্টারনেটে লাইভ টিভি দেখুন কোন বাফারিং ছাড়াই! এখানে ক্লিক করে।
(2641)