স্পন্সরড এলার্ম



সূত্রঃ প্রিয় ডট কম
বেশ আদুরে স্বভাবের বিড়াল অনেক প্রাচীনকাল থেকেই মানুষের পোষ মেনে আমাদের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই শখ করে বিড়াল লালন-পালন করেন। ছোট ছোট পায়ের ঘুরাফেরা, একটু আধটু দুষ্টামি বেশ ভালই লাগে। বাসায় একটি বিড়াল থাকলে বিড়ালের কাণ্ড কাহিনী দেখতে দেখতেই চলে যায় পুরো দিন। এমনই একটি আদুরে বিড়াল রাতারাতি বনে গেছে কোটিপতি!প্রায় ৭৫ কোটি টাকার মালিক একটি বিড়াল।
ইতালিতে বসবাসরত কোটিপতি এক নিঃসন্তান বৃদ্ধা মারিয়া আন্তুসা খুব শখ করে একটি বিড়াল পালা শুরু করেন। বিড়ালের নাম দেন ‘টোমাসিনো’।
নিজের এবং নিজের পোষা বিড়ালের জন্য তিনি রেখেছিলেন একজন সেবিকাও। সবসময় নিজের আগে বিড়ালের খোঁজখবর রাখতেন এই বৃদ্ধা। তিনিই মৃত্যুর আগে উইল করে সকল সম্পত্তি নিজের শখের বিড়ালটির নামে লিখে যান। আর এরই মাধ্যমে বৃদ্ধার প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের সম্পত্তির মালিক হয়ে যায় ‘টোমাসিনো’ নামের এই বিড়ালটি। সেবিকা স্টেফানিয়া বলেন, তার মালিক খুবই ভালবাসতেন তার বিড়ালটিকে। তিনি নিজের নিঃসঙ্গতা কাটানোর জন্যই বিড়ালটিকে নিজের ঘরে নিয়ে আসেন।
ইটালিয়ান আইন অনুসারে কোন বিড়াল সম্পত্তির মালিক হতে পারে না। তাই সরকার কোটিপতি নিঃসন্তান বৃদ্ধা মারিয়া আন্তুসার সকল সম্পত্তি তার সেবিকা স্টেফানিয়াকেই দেবার চিন্তা করছেন। তবে শর্ত হলো স্টেফানিয়াকে সারাজীবন ‘টোমাসিনো’র দেখভাল করতে হবে।
(1084)