স্পন্সরড এলার্ম



অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (ANU) জ্যোতির্বিজ্ঞানীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তারা এখন পর্যন্ত জানা তথ্যমতে এ মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন নক্ষত্রের সন্ধান পেয়েছেন। আর এ আবিষ্কার বিজ্ঞানীদের সামনে এ প্রাচীনতম নক্ষত্রের রাসায়নিক উপাদান বিশ্লেষণের সুযোগ এনে দিয়েছে। একই সাথে বিজ্ঞানীরা আশা করছেন এ আবিষ্কারের মাধ্যমে তারা এটাও জানতে পারবেন যে আমাদের এ মহাবিশ্ব তার আদিমতম অবস্থায় কেমন ছিল।
ANU Research School of Astronomy and Astrophysics এর স্টেফান কেলার বলেন, “এ প্রথম বারের মতো আমরা কোন দ্বিধা ছাড়াই বলতে পারি যে আমরা প্রথম নক্ষত্রটির রাসায়নিক ‘ফিঙ্গারপ্রিন্ট’ খুঁজে পেয়েছি। আর এ মহাবিশ্বের প্রাচীন নক্ষত্রগুলো কেমন ছিল সেটা জানার পথে এ নক্ষত্রের আবিষ্কার হচ্ছে প্রথম ধাপ।” আজ থেকে ১৩.৭ বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণ বা বিগ-ব্যাং এর পর পরই এ নক্ষত্রটি তৈরি হয়েছিল। Siding Spring Observatory’র ANU SkyMapper telescope এর মাধ্যমে এ নক্ষত্রটির খোঁজ পাওয়া যায়।
(1208)