স্পন্সরড এলার্ম


সম্প্রতি মালয়েশিয়ার হেল্থ মিনিস্ট্রি পরিচালিত এক রুটিন চেকআপে ক্যাডবেরি চকলেটে পাওয়া গেছে শুকরের ডিএনএ; এই রুটিন চেকআপ বিভিন্ন খাবারের উপর চালানো হয়। এই চেকআপে দেখা হয় কোন খাবারে হালাল দ্রব্য ছাড়া অন্য কিছু আছে কি না।
গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক সংবাদে জানা যায় যে মালয়েশিয়ার হেল্থ মিনিষ্টার এস. সুবরামনিয়াম তাদের বলেছেন যে ক্যাডবেরি নিজেরাই বিভিন্ন দোকান থেকে তাদের পন্য সরিয়ে নিয়েছে।
পরিক্ষায় দেখা যায় যে ক্যাডবেরীর দুইটি প্রোডাক্টে শুকরের অস্তিত পাওয়া যায়। এবং এর পরপরই সেটাকে বাজার থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
মুসলিম বিধান অনুযায়ী শুকর এবং এর দ্বারা তৈরী যে কোন জিনিষই হারাম অর্থাৎ নিষিদ্ধ। আর চকলেটের মত জনপ্রিয় জিনিষের মধ্যে সেই শুকরের অস্তিত যে কোন মুসলিম দেশের প্রশাসনকে ভাবাবে এটাই স্বাভাবিক। উল্লেখ্য সারা বিশ্বের মত মালয়েশিয়াতেও চকলেট খুবই জনপ্রিয়।
ব্রিটিশ মাল্টিন্যাশনাল Mondelez International এর মালিকানার ক্যাডবেরী মালয়েশিয়া থেকে জানানো হয় যে তারা Cadbury Dairy Milk hazelnut এংব Cadbury Dairy Milk roast almond পন্য সমূহ বাজার থেকে সরিয়ে নিচ্ছে। তাদের ফেসবুক পোষ্টে বলা হয় যে, “মালয়েশিয়াতে তৈরী সকল পণ্য যেন হালাল হয় তা নিশ্চত করবার বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখি।”
মুসলিম নেতাদের মতে এই কাজের জন্য তাদের বড় রকমের জরিমানা ধার্য করে এই প্লান্টটি বন্ধ করে দেওযা হোক।
এস সুবরামনিয়াম জনান, ক্যাডবেরী তাদের ইসলামী কতৃপক্ষ গুলির সাথে বিভিন্ন সময় এতে কোন হারাম কিছু আছে কিনা তা পরিক্ষার জন্য স্যাম্পল দিয়ে সহোযগীতা করে আসছিল। আমরা জানতে চাই যে সেই পণ্যে কি করে শুকরের ডিএনএ এর মিশ্রণ ঘটল। হেল্থ মিনিষ্ট্রি ভবিষ্যতে এটি নিয়ে আরও কাজ করবে বলে জানান তিনি।
এই খবর অনলাইনে প্রচার হবার সাথে সাথে বিভিন্ন মুসলিম দেশে সাধারণ মুসলিমদের মধ্যে এটি নিয়ে কথা বলতে দেখা যায়। মুসলিমরা কেউই মূলত এমন কোন পন্য ভোগ করতে চান না যা হারাম। আর ক্যাডবেরীর ভিতরে সেই হারাম শুকরের ডিএনএ পাওয়া আসলেই সবার জন্য খারাপ একটি খবর।
উল্লেখ্য ক্যাডবেরি পৃথিবীতে Wrigley এর পরে দ্বিতীয় বড় কনফেকশনারী ব্রান্ড।
খবরটি যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন এবং সবার সাথে শেয়ার করতে চান, তাহলে নিচের ফেসবুক, টুইটার, গুগল ইত্যাদি সোশ্যাল শেয়ার বাটন ব্যবহার করে সবার সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি চান আমাদের ব্লগের সকল লেখা আপনার ইমেইলে পৌছে যাক, তাহলে আপনি সাইটের ডান পাশের একদম নিচের ফিড সাবস্ক্রাইব বক্সে আপনার ইমেইল এড্রেস লিখে ওকে ক্লিক করুন, এবং আপনার ইমেইল এড্রেসে যাওয়া কনফার্মেশন লিংকে ক্লিক করুন। এর পর আমাদের প্রতিটি পোষ্ট আপনার কাছে পৌছে যাবে। (1666)