স্পন্সরড এলার্ম


২১ মার্চ ২০১৫ সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপ এর সর্ব শেষ কুয়াটার ফাইনাল খেলা। এর পরেই শুরু হবে সেমি-ফাইনাল। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশই খুবই শক্তিশালী, দুই দেশের যে কোন দেশই জিততে পারে। কিন্তু বেশি শম্ভবনা আছে নিউজিল্যান্ড এর কারণ আইসিসি বিশ্বকাপ ২০১৫ এর শুরু থেকেই নিউজিল্যান্ড খুব ভাল পারফরমান্স দেখিয়েছে। পুল এ এর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কুয়াটার ফাইনাল এর স্থান দখল করে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এর মানে এই নয় যে ওয়েস্ট ইন্ডিজ এর পক্ষে নিউজিল্যান্ড কে হারানো সম্ভব নয়। এখন সবই সম্ভব এই কথার সবচেয়ে ভাল উদাহরণ হল বাংলাদেশ বনাম ভারত এর খেলা। এখন ছয় মারলেও আউট হয়ে যাওার শম্ভবনা আছে। আর আউট হলে গেলে নো বল হওয়ার শম্ভবনা আছে। তাই খেলা না দেখে চূড়ান্ত সিধান্তে পৌঁছানো সম্ভব নয়।
বিভিন্ন টিভি চ্যানেলে আইসিসি বিশ্বকাপ সরাসরি দেখানো হবে। যেমনঃ ফক্স স্পোর্টস, সুপারস্পোর্ট, স্টার স্পোর্টস, স্কাই স্পোর্ট, টেন স্পোর্টস, টেন ক্রিকেট ইত্যাদি এসব চ্যানেলে আইসিসি সরাসরি সম্প্রচার করা হবে। আর বাংলাদেশী চ্যানেলে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টিভিতে আইসিসি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করা হবে।
এই চ্যানেল গুলোতে লাইভ খেলা দেখানো হবেঃ
* চ্যানেল দেখার জন্য চ্যানেল এর নামের উপর ক্লিক করুন।
অথবা সব চ্যানেল একসাথে দেখতে এখানে ক্লিক করুন
কোন সমস্যা হলে নিচের ভিডিও দেখুনঃ
https://www.youtube.com/watch?v=6dvZSt0JWIcনিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ এর খেলা সরাসরি দেখার জন্য এখানে ক্লিক করুন
(1570)
এই এলার্মটিতে ১টি এলার্মেন্টস করা হয়েছে