জিপিতে নিয়ে নিন ২ জিবি ৩২ টাকায়, ২ জিবি ১২২ টাকায়, ১ জিবি ৭৪ টাকায় এবং ৩ জিবি মাত্র ১৮০ টাকায়। - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
svstation

মোট এলার্ম : 14 টি

nothing to say

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট : https://techandtrickbd.blogspot.com/

» আমার ফেসবুক : svstationbd

» আমার টুইটার পাতা : svstationbd


স্পন্সরড এলার্ম



জিপিতে নিয়ে নিন ২ জিবি ৩২ টাকায়, ২ জিবি ১২২ টাকায়, ১ জিবি ৭৪ টাকায় এবং ৩ জিবি মাত্র ১৮০ টাকায়।
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button
প্রিয় টিটির ভাইয়েরা , কেমন আছেন সবাই ?
আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজ টিটিতে লিখতে বসলাম। যাই হোক বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।
শিরোনাম দেখে নিশচয় বুঝে ফেলেছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাইছি।
হ্যা উপরের সবকটি অফার ই গ্রামীনফোনের এবং সকল জিপি গ্রাহকরাই এই অফার উপভোগ করতে পারবেন।
তবে এই অফার উপভোগ করার জন্য আপনাকে কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে।
আসুন তাহলে দেখে নিই কি কি লাগবে এই অফার উপভোগ করার জন্য।
এই অফারটি পাওয়ার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে ওয়াও বক্স নামের সফটওয়্যারটি ফোনে ইন্সটল করে নিতে হবে।
এবার আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফাই সম্পন্ন করা শেষ হলে ওয়াও বক্সের ভিতর প্রবেশ করলেই বুঝতে পারবেন সব কিছু।
১। ২ জিবি ৩২ টাকার অফারটি উপভোগ করার জন্য আপনার ভ্যাটসহ ব্যালেন্স থাকতে হবে ৩৮ টাকা।
২। ২ জিবি ১২২ টাকার অফারটি উপভোগ করার জন্য আপনার ভ্যাটসহ ব্যালেন্স থাকতে হবে ১৪৯ টাকা।
৩। ১ জিবি ৭৪ টাকার অফারটি উপভোগ করার জন্য আপনার ভ্যাটসহ ব্যালেন্স থাকতে হবে ৮৯ টাকা।
৪। ৩ জিবি ১৮০ টাকার অফারটি উপভোগ করার জন্য আপনার ভ্যাটসহ ব্যালেন্স থাকতে হবে ২১৯ টাকা।
এছাড়াও ওয়াওবক্সের আরো অনেক নতুন কিছু ফিচার আছে যেগুলো আপনার প্রতিদিনের নেট ব্যাবহার কে করে তুলবে আনন্দময়।
যেমন , প্রতি সপ্তাহে আপনি ২০ এমবি ফ্রি নিতে পারবেন। ৩ দিন পর পর ৫০ টোকেন নিতে পারবেন।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই টোকেন দিয়ে আপনি কি করবেন,?
ওয়াও বক্সের এই টোকেন দিয়েও আপনি মেগাবাইট , ম্যাসেজ, ফেসবুক সহ অনেক সেবা নিতে পারবেন।
তো আজ এই পর্যনতই , আগামী টীউন পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর কোন ধরনের প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না।
যে কোন সাহায্যের জন্য আমাকে ফেসবুক ও নক দিতে পারেন।

  (2031)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ ইন্টারনেট

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon