স্পন্সরড এলার্ম


গুগল প্লাস ফেসবুকের সাথে পাল্লা দিয়ে চলেছে। আপনাদের অনেকেরই এখন গুগল প্লাস একাউন্ট আছে। কিন্তু অনেকেই গুগল প্লাস এর এসএমএস নটিফিকেশনটা উপভোগ করতে পারছেননা । আর চিন্তা নেই আমি আজ দেখাব কিভাবে গুগল প্লাস এসএমএস নটিফিকেশন হ্যাকিং করতে হয়।


তার পাশেই দেখুন 91 লিখা সেটা কেটে 88লিখুন।এই বার দেখুন Country হিসেবে Bangladesh এসে পরেছে।এখন Mobile Number হিসেবে আপনার মোবাইল নাম্বার দিন 0 সহ যেমন01911193394 । Send Veryfication Code এ ক্লিক করুন কিছুক্ষন অপেক্ষা করুন।বেশ কিছুক্ষন অপেক্ষা করতে হতে পারে।যে কোডটি এসেছে তা বসিয়ে Verify ক্লিক করুন।বাস কাজ সেস। এখন via হিসেবে SMSসিল্কেট করুন। এরপর Receive notifications
Get notified by email or SMS when someone…
Posts and mentions of my name Phone এ সবগুলুতে টিক চিন্হ দিন। বাস হয়ে গেলো গুগল প্লাস এসএমএস নটিফিকেসন হ্যাকিং। হ্যপি গুগল প্লাসিং++++++++++++++।
(1221)