স্পন্সরড এলার্ম


ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে সংক্রমণে সক্ষম এমন কম্পিউটার ভাইরাস বানিয়েছেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিভারপুলের বিজ্ঞানীরা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ফাঁকি দিয়ে ওয়্যালেস সংযোগের দুর্বল অ্যাকসেস পয়েন্ট দিয়ে অল্প সময়ের মধ্যে একাধিক নেটওয়ার্কে ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে ‘ক্যামিলিয়ন’ নামের নতুন ভাইরাসটি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণ সর্দি-জ্বরের মতো দ্রুতগতিতে সংক্রমণ ঘটাতে পারে ক্যামেলিয়ন। দুর্বল এনট্রিপশন আর পাসওয়ার্ড আছে, ওয়াই-ফাই নেটওয়ার্কের এমন অ্যাকসেস পয়েন্টগুলোই খুঁজে নেয় ভাইরাসটি।
ইউনিভার্সিটি অফ লিভারপুলের নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ের প্রফেসর অ্যালান মার্শাল এ ব্যাপারে বলেন, “দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ওয়াই-ফাই নেটওয়ার্কের উপর হ্যাকারদের আক্রমণের ঘটনা বাড়ছে প্রতিদিনই। ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে ভাইরাস সংক্রমণ ঘটানো সম্ভব নয় বলেই মনে করা হত এতদিন। আমরা সেই ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়েছি।”
ক্যামেলিয়ন নিয়ে গবেষণার মাধ্যমে সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে ওয়াই-ফাই নেটওয়ার্কে ভাইরাস সংক্রমণ ঠেকানোর কার্যকর একটি উপায় খুঁজে বের করার আশা করছেন এর সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।
ভাইরাসটি নিয়ে এর মধ্যেই মাঠপর্যা য়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। ক্যামিলিয়ন সংক্রমণের দুটি সিমুলেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাতাসে ছড়িয়ে পড়া জৈবিক ভাইরাসের সঙ্গে মিল রয়েছে ক্যামেলিয়নের আচরণে। অফিস বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের দুর্বল অ্যাকসেস পয়েন্টগুলো দিয়েই সংক্রমন ঘটায় ভাইরাসটি। আর বর্তমান বাজারের অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কেবল ইন্টারনেট আর কম্পিউটারে ভাইরাস চিহ্নিত করতে পারে, তাই ওই সফটওয়্যারগুলোর কাছেও ধরা পড়ে না ক্যামিলিয়ন।
মার্শাল জানিয়েছেন, কোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক সংক্রমণের পর নেটওয়ারেকটির কর্মকাণ্ডে কোনো বাঁধা সৃষ্টি করে না ক্যামিলিয়ন; বরং ইউজার ক্রেডিনশিয়ালের মতো স্পর্শকাতর ডেটা চুরি করে নেয়।
সূএ:http://bangla.bdnews24.com
(1162)