স্পন্সরড এলার্ম


আমাদের সরকারী প্রথম ৩জি মোবাইল অপারেটর টেলিটকের ইন্টারনেট প্যাকেজের লিস্ট অন্যদের থেকে একটু বেশি লম্বা! যাই হোক, আমরা চেক করে দেখলাম যে…. সব স্তরের, সব মানুষের চাহিদার উপর নজর রেখে একমাত্র টেলিটকের মোট ১০ টি ১জিবি ৩জি প্যাক চালু করা আছে, যা অবাক করার মত! যাই হোক, আজকে ১জিবির লিস্ট তুলে ধরলাম। আমাদের টেলিটক আসলেই খুব ভালো! সবার চাহিদা মেটাতে সক্ষম।
১জিবি ৩জি ইন্টারনেটের ১০টি প্রিপেইড প্যাকেজের বিস্তারিত
- ১জিবি ৩জি ইন্টারনেট | ২০০ টাকা | মেয়াদ ৩০ দিন | স্পীড ৫১২ কেবিপিএস । অ্যাক্টিভ করতে D59 লিখে 111 তে সেন্ড করুন।
- ১জিবি ৩জি ইন্টারনেট | ৮০ টাকা | মেয়াদ ৩ দিন | স্পীড ১ এমবিপিএস । অ্যাক্টিভ করতে D58 লিখে 111 তে সেন্ড করুন।
- ১জিবি ৩জি ইন্টারনেট | ১৬০ টাকা | মেয়াদ ১০ দিন | স্পীড ১ এমবিপিএস । অ্যাক্টিভ করতে D19 লিখে 111 তে সেন্ড করুন।
- ১জিবি ৩জি ইন্টারনেট | ৯৯ টাকা | মেয়াদ ৩০ দিন( রাত ২টা-সন্ধ্যা ৬টা) | স্পীড ১ এমবিপিএস । অ্যাক্টিভ করতে D60 লিখে 111 তে সেন্ড করুন।
- ১জিবি ৩জি ইন্টারনেট | ২৬০ টাকা | মেয়াদ ৩০ দিন | স্পীড ১ এমবিপিএস । অ্যাক্টিভ করতে D31 লিখে 111 তে সেন্ড করুন।
- ১জিবি ৩জি ইন্টারনেট | ২৬০ টাকা | মেয়াদ ১০ দিন | স্পীড ২ এমবিপিএস । অ্যাক্টিভ করতে D23 লিখে 111 তে সেন্ড করুন।
- ১জিবি ৩জি ইন্টারনেট | ৩২০ টাকা | মেয়াদ ৩০ দিন | স্পীড 2 এমবিপিএস । অ্যাক্টিভ করতে D53 লিখে 111 তে সেন্ড করুন।
- আরেকটি ৯ নাম্বার ১জিবি ২জি প্যাক আছে- ১৬০ টাকা | মেয়াদ ৩০ দিন | স্পীড ২০০ কেবিপিএস । অ্যাক্টিভ করতে D5 লিখে 111 তে সেন্ড করুন।
- আরেকটি ১০ নাম্বার ১জিবি পোস্টপেইড প্যাক আছে- ২২০ টাকা | মেয়াদ ৩০ দিন | স্পীড ১ এমবিপিএস । অ্যাক্টিভ করতে F21 লিখে 111 তে সেন্ড করুন।
ইউজেস জানতে u লিখে 111 তে সেন্ড করুন। ১৫% ভ্যাট প্রযোজ্য হবে। (2150)