স্পন্সরড এলার্ম


ইমেইল যার কাছে প্রয়োজনীয় সেই জানে ইমেইল নটিফিকেশনের গুরুত্ব কতটূকু। জিমেইলের ক্ষেত্রে আপনি নিচের টিপস অনুসরন করলে ইমেইল আসার ২ মিনিটের মধ্যেই মোবাইলে গুগল থেকে এসএমএস পাবেন। গুগল জিমেইলের জন্য সরাসরি এসএমএস সাপোর্ট দেয় না। তাই আমরা একে একটু ভিন্নভাবে কনফিগার করে এসএমএস নটিফিকেশন পেতে পারি। আমরা গুগল API কোড ট্রিগ্রার করি জিমেইলে এবং নতুন ইমেইলটি গুগল ক্যালেন্ডারে অটো ইভেন্ট সেট করে। গুগল ক্যালেন্ডার থেকে এসএমএস আমাদের পাঠায়।১। কাজের শুরুতে প্রথমে জিমেইল একাউন্টে লগিন করুন এবং সেটিংস এ ক্লিক করুন।
৩। এখন Filter ট্যাবে গিয়ে Create new Filter এ ক্লিক করুন। এখানে আপনাকে বলে দিবে হবে যে আপনি নির্দিষ্ট কারো ইমেইল নটিফিকেশন নিতে চান নাকি সব ইমেইলের নটিফিকেশন নিতে চান।
সব ইমেইলের নটিফিকেশন চাইলে is:inbox লিখতে হবে। create filter with this search ক্লিক করুন এবং
অনেকসময় ফায়ারফক্স ব্যবহারকারীরা এই ধরনের মেসেজ দেখলে Close এ ক্লিক করবেন।
৫। পরের ধাপে গুগল API এর কোড দেখতে পারবেন। এখানে Resources- Current Project’s Triggers এ ক্লিক করুন।
৬। No triger set. Click to setup a new triger এ ক্লিক দিয়ে নিচের মত সেটিং করুন।
Save এ ক্লিক করার পর অথোরাইজেশন চেক করার জন্য পারমিশন চাইতে পারে…তাহলে authorize এ ক্লিক দিবেন । তারপর আবার Save বাটনে চাপ দিবেন।
৭। এবার যেতে হবে গুগল ক্যালেন্ডারে। এই লিঙ্কে গিয়ে সেটিং এ যান।
—————————————-
এখন আপনার সকল কনফিগারেশন কম্পলিট হয়েছে। নতুন কোন মেইল এলে সাথে সাথেই এসএমএস দিয়ে এলার্ট করা হবে।
(1926)