স্পন্সরড এলার্ম


আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র উইন্ডোজ ৮ এর থিম। কোনো ট্রান্সফরমেশন প্যাক নয়।
দুধের স্বাদ ঘোলে মেটান এটি দিয়ে!!
আগেই বলে রাখছি এটা শুধু উইনডোজ এক্সপি এর ক্ষেত্রে প্রযোজ্য
স্টেপস:
১। জিপ ফাইলটি ডাউনলোড করুন:
২। জিপ ফাইলের ভিতর একটি ফাইল এবং একটি ফোল্ডার পাবেন।
৩। এই দুটি আইটেমকে C:\WINDOWS\Resources\Themes এই ফোল্ডারে কপি পেষ্ট করুন।
৪। এবার পিসি রিষ্টার্ট দিন। এরপর রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিস অপশনে যান। এখানে থিম মেনু থেকে উইন্ডোজ ৮ সিলেক্ট করে ওকে ক্লিক করে বেরিয়ে আসুন।
উইন্ডোজ ৮ এর থিম একটিভ হবে।
এবার ট্রান্সপারেন্সির পালা।
ট্রান্সপারেন্সি ইফেক্ট (টাইটেল বার টি ঝাপসা ইফেক্ট) দেওয়ার জন্য নিচের ফাইলটি ডাউনলোড করুন:
১। আনজিপ করে আপনার পিসির যেকোন একটি সুরক্ষিত জায়গা রাখুন।
২। ফোল্ডারে যান। ট্রু ট্রান্সপারেন্সি প্রোগ্রামে ক্লিক করুন।
৩। এবার টাস্কবারের এই আইকনে ক্লিক করুন।
৪। এখানে রান এট স্টার্টআপ অপশনটি টিক দিয়ে রাখুন।
কাজ শেষ!
ভাল লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। (1995)