উইন্ডোজ এক্সপির জন্য নিয়ে নিন উইন্ডোজ ৮ এর থিম (ট্রান্সপারেন্সি সহ)!!! - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
ইয়াসমিন রাইসা

মোট এলার্ম : 236 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



উইন্ডোজ এক্সপির জন্য নিয়ে নিন উইন্ডোজ ৮ এর থিম (ট্রান্সপারেন্সি সহ)!!!
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র উইন্ডোজ ৮ এর থিম। কোনো ট্রান্সফরমেশন প্যাক নয়।

দুধের স্বাদ ঘোলে মেটান এটি দিয়ে!!

আগেই বলে রাখছি এটা শুধু  উইনডোজ এক্সপি এর  ক্ষেত্রে প্রযোজ্য

স্টেপস:

১। জিপ ফাইলটি ডাউনলোড করুন:

এখান থেকে

২। জিপ ফাইলের ভিতর একটি ফাইল এবং একটি ফোল্ডার পাবেন।

৩। এই দুটি আইটেমকে C:\WINDOWS\Resources\Themes এই ফোল্ডারে কপি পেষ্ট করুন।

৪। এবার পিসি রিষ্টার্ট দিন। এরপর রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিস অপশনে যান। এখানে থিম মেনু থেকে উইন্ডোজ ৮ সিলেক্ট করে ওকে ক্লিক করে বেরিয়ে আসুন।

উইন্ডোজ ৮ এর থিম একটিভ হবে।

এবার ট্রান্সপারেন্সির পালা।

ট্রান্সপারেন্সি ইফেক্ট (টাইটেল বার টি ঝাপসা ইফেক্ট) দেওয়ার জন্য নিচের ফাইলটি ডাউনলোড করুন:

এখান থেকে

১। আনজিপ করে আপনার পিসির যেকোন একটি সুরক্ষিত জায়গা রাখুন।

২। ফোল্ডারে যান। ট্রু ট্রান্সপারেন্সি প্রোগ্রামে ক্লিক করুন।

৩। এবার টাস্কবারের এই আইকনে ক্লিক করুন।

৪। এখানে রান এট স্টার্টআপ অপশনটি টিক দিয়ে রাখুন।

কাজ শেষ!

ভাল লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। (1995)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ উইন্ডোজ

এলার্ম ট্যাগ সমূহঃ > > > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon