স্পন্সরড এলার্ম


আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন সবাই। এটা আমার প্রথম পোস্ট, তাই কিছুটা ভয়ে ভয়ে লিখছি। টেকএলার্ম এ দেখলাম ওয়েব ডিজাইনিং নিয়ে তেমন কোন পোস্ট নেই। তাই ভাবলাম এখানে একটু জ্ঞান বিলিয়ে আসি। আনেকেই ভাবেন ওয়েব ডিজাইনিং হয়তো খুবই কঠিন কাজ। কিন্তু বিশ্বাস করুন আমার মতো নিম্নমানের মস্তিস্কে যখন Html, Css ঢুকেছে, আপনিও পারবেন অবশ্বই।কথা আর না বাড়িয়ে কাজ শুরু করে দেই, কি বলেন? তবে একটা কথা আগেই বলে রাখি, আমার গুরু কিন্তু বিভিন্ন টিউটোরিয়াল আর পিডিএফ বই। বুঝতেই পারছেন আমার জ্ঞানের গরিমা কতদুর! আমি যেভাবে শিখেছি সেভাবেই শিখানোর চেস্টা করবো। একদম সহজ-সরল ভাবে আমার ভাষায়। অভিজ্ঞদের কাছে অনুরোধ আমার যদি কোথাও ভুল হয় শুধরে দিবেন Please!
যা যা দরকারঃ
- একটা টেক্সট এডিটর ( যেমনঃ নোটপ্যাড প্লাস প্লাস),
- যেকোন একটা ব্রাউজার (যেমনঃ মজিলা ফায়ারফক্স),
- একটা ইমেজ এডিটর ( যেমনঃ এডবি ফটোশপ)।
আপনার কম্পিউটারে এই উপাদানগুলো প্রস্তুত থাকলে আসুন আমরা পরের কাজে যাই।
আপনাকে যা করতে হবেঃ
- ডেক্সটপে একটা ফোল্ডার বানান Project নাম দিয়ে। নামটা আপনার ইচ্ছামতো দিতে পারেন।
- এর ভেতরে আপনাকে দুইটা টেক্সট ডকুমেন্ট এবং একটা নিউ ফোল্ডার নিতে হবে।
- ফোল্ডার টির নাম দিন Images.
- টেক্সট ডকুমেন্ট গুলোকে এক্সটেনশণ সহ রিনেম করতে হবে;
- প্রথমটির নাম দিন index.html;
- দ্বিতীয়টির নাম দিন style.css;
এই হল ওয়েব সাইট তৈরির পূর্ব প্রস্তুতি। Images ফোল্ডারটির ভেতরে আমরা ওয়েব সাইটে যেসব ছবি রাখতে চাই সেগুলো রাখব। index.html ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে কোড লিখে আমরা ওয়েব পেজের মার্ক আপ তৈরী করবো এবং একইভাবে style.css কে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে কোড লিখে আমরা ওয়েব পেজের ডিজাইন করবো।
বন্ধুরা আজ এ পর্যন্তই! দেখা হবে আগামী পর্বে। খুব শীঘ্রই!
(2116)
অনেক সুন্দর পর্ব শুরু করেছেন। আশা করি নিয়মিত এলার্ম করবেন।
Thank you ভাই! এরকম একটু উৎসাহ পেলেই আমি পাগলা ঘন্টির মতো এলার্ম করতে শুরু করবো ইনশাআল্লাহ।