স্পন্সরড এলার্ম


সুপ্রিয় বন্ধুরা, আসসালামুআলাইকুম! আজ আমরা HTML এর হাতেখড়ি দিব।
HTML মানে Hyper Text Markup Language. HTML মূলত কোন প্রোগ্রামিং Language নয়। এটি একটি Markup Language. Markup Language হলো Markup Tags এর সমন্বিত রূপ।Markup Tags গুলোই বলে দেয় ওয়েব পেইজটির ছবি, বর্ণনা, শব্দ বা ভিডিও কিভাবে বর্ণনা করবে বা শো করবে বা কাজ করবে।সুতরাং,বলা যায় Markup Tags বা HTML Tags-ই হলো ওয়েবের প্রাণ শক্তি।
HTML এর বেসিক গঠনঃ
HTML এর বেসিক গঠন বা কাঠামো নিম্নরূপ-
<html>
<head>
<title>এখানে পেজের শিরোনাম লিখতে হয়</title>
</head>
<body>
ব্রাউজারে যাই প্রদর্শণ করাতে চান, তা এখানে লিখতে হবে।
</body>
</html>
আপনাকে ্যা করতে হবেঃ
গত পর্বে আমরা একটি index.html নামের পেজ নিয়েছিলাম। পেজটিকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে কোড লিখা শুরু করুন। প্রথমেই HTML এর বেসিক গঠনটা অর্থাৎ <html> থেকে </html> পর্যন্ত লিখে ফেলুন।এবার <title>এবং</title>এর মাঝে যেকোন শিরোনাম দিন। এর পর</body>এবং</body> এর ভেতরে আপনি আপনার ইচ্ছামতো লেখালেখি করুন। ছোটবেলায় অনেক কষ্টে মুখস্থ করা “The Cow” রচনাটা ঝালাই করে নিতে পারেন। এরপর Ctrl+s চেপে সেভ করুন।এরপর নোটপ্যাডের Run>Launch in যেকোন ব্রাউজার করুন। দেখবেন একটা ওয়েবপেজে আপনার লেখা গরুর রচনাটা ঝকঝক করছে।
আজ এপর্যন্তই। আপনারা ইচ্ছামতো লিখতে থাকুন। আগামী পর্বে আমরা HTML এর বিভিন্ন TAG এবং এদের প্রয়োগ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। (1376)