স্পন্সরড এলার্ম


আজকের “আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড” এর ম্যাচটি সরাসরি রাত ২ টায় সম্প্রচার করবে সনি সিক্স , BTV এবং জিটিভি।
অনলাইনের সরাসরি দেখতে চাইলে চোখ রাখুনঃ এখানে ক্লিক করুন
আমরা বাঙ্গালীরা আসলে ফুটবলকে কত জন মনে প্রানে ভালোবাসি তা গুনলে মনে হয় হাতে গুনেই বের করা সম্ভব। কেউ ব্রাজিল দল নিয়ে কিছু বললে সে যে দল ই সাপোর্ট করুক তাকে আর্জেন্টিনার দালাল অথবা আর্জেন্টিনা নিয়ে কিছু বললে ব্রাজিলের দালাল বলে অভিহিত করা হয়। আর এদের অধিকাংশই প্লাস্টিক বা বোতল সাপোর্টার। অথচ এই দুই দেশ ছাড়াও ৩০ টা দেশ রয়েছে (!) তাদের নিয়ে কারোর ই মাতামাতি নাই।
” নিজের দল হারছে তাতে কোন দুঃখ নেই, কারন পরের দিন “বিপক্ষ” দল হারবে! আরেকজনের হারতে দেখার ফ্যান্টাসিই তাদের (বাঙালি) নিজের হারার কষ্ট ভুলিয়ে দেবার জন্য যথেষ্ট! ” (!)
আজকে আর্জেন্টিনা হেরে গেলে ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপ হাত ছাড়া হয়ে যাবে। যদি এই বিশ্বকাপ এ ল্যাটিন ফুটবল টিকিয়ে রাখতে হয় তাহলে আর্জেন্টিনার ফাইনাল খেলাটা ল্যাটিন ফুটবলের জন্যই দরকার। ল্যাটিন ফুটবল কে যদি সত্যি সত্যি ভালোবাসো প্রতিপক্ষ / অপছন্দের দল হলেও আজকে আর্জেন্টিনা সাপোর্ট করো অথবা “ভণ্ড ব্রাজিলিয়ান” সাপোর্টার হিসাবে নেদারল্যান্ডকে সাপোর্ট করে পৈশাচিক আনন্দে মেতে উঠো।
কিছু বাঙালি প্লাস্টিক সমর্থকরা যখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে তখন ইনারা নিজেরাও নিজেদের বিদায়ের পর আর্জেন্টিনারে নিয়াই স্বপ্ন দেখে নেইমার, স্কলারি , সিলভা সহ গোটা ব্রাজিল দল এবং ব্রাজিলবাসি (ছবিতে দেখুন)। মেসিরাও নিজেদের বিদায়ের পর নেইমারদের জন্যেই শুভকামনা করে। তারাও চায় নিজেরা না পারলেও কাপটা লাতিনেই থাক। আর আমরা করি কাদা ছোঁড়াছুঁড়ি!
আজ স্টেডিয়ামে উপস্হিত ব্রাজিলিয়ানরাও যেখানে শুভকামনা দেবে আর্জেন্টিনাকে, হয়তো সেখানেও আমাদের মধ্যেরই কিছু অন্ধ সমর্থক নেদারল্যান্ডকেই সমর্থন দিয়ে যাবে গতবারে তাদের কাছেই পরাজয়ের কথা বেমালুম ভুলে গিয়ে , মেতে উঠবে পৈশাচিক আনন্দে !!!
(2453)