এলার্মারঃতাহমিদ হাসান » এলার্ম বিভাগঃ
এডুকেশন এলার্ম » এলার্মের সময়ঃ ডিসেম্বর 29, 2014, 10:08 সকাল » এই পর্যন্ত দেখা হয়েছেঃ 31,475 বার

প্রিয় যুক্ত করুন

প্রিয় যুক্ত করুন৩০ ডিসেম্বর, ২০১৪ তারিখে প্রকাশিত হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার (JDC) ফলাফল । এ বছর ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী। শিক্ষার্থীরা রেজাল্টের প্রত্যাশায় অধির আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু বাংলাদেশের সরকারি সাইটের সার্ভার খুব দুর্বল হওয়ায় আমরা সময় মতো রেজাল্ট হাতে পাই না। পেলেও পয়েন্ট আসে কিছু মার্কসিট পাওয়া যায়না।
সেই মোতাবেক দ্রুত ও সবার আগে সবার মাঝে রেজাল্ট দেওয়ার জন্য একটি সাইটের সন্ধান আপনাদের দিচ্ছি। আশা করি নিরাশ হবেন না।
সাইটিতে প্রবেশ করতেঃ এখানে ক্লিক করুন
এখানে আপনার বিভাগ ও রোল নম্বর দিন (পরীক্ষার নাম জে.এস.সি ও সাল ২০১৪ ডিফল্ট থাকে) এবং দেখুন বাটনটিতে ২ বার ক্লিক করুন।
আপনার কাঙ্খিত রেজাল্ট পাওয়ার পর প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্টও করতে পারবেন। এছাড়াও কোন প্রকার সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারবেন।
(2594)