নিমিষেই আপনার সাইটের Alexa Rank কমিয়ে আনুন সাথে কিছু আয়ও করতে পারবেন - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
Eliyas Ahmed Rumal

মোট এলার্ম : 14 টি

i am simpl

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট : http://trickpointbd.com

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



নিমিষেই আপনার সাইটের Alexa Rank কমিয়ে আনুন সাথে কিছু আয়ও করতে পারবেন
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

বিভিন্ন কারনে আমাদের সাইটের Alexa rank কমানোর প্রয়োজন পড়ে। যেমনঃ সাইটকে Search Engine-এ রাঙ্ক করাতে, ভিসিটর পেতে, আয় বাড়াতে ইত্যাদি।

সাইটকে Search Engine-এ রাঙ্ক করাতে আমরা অনেকেই SEO করি। কিন্তু যারা নতুন তারা SEO করতে হিমশিম খায়, এছারাও SEO সম্পরকে পর্যাপ্ত জ্ঞান না থাকায় সাইটকে হুমকির মুখে ফেলে দেয়।

আজকে আমি যে ট্রিকটি শেয়ার করবো তা নতুনদের জন্য বেশি কার্যকরী, আপনার যদি SEO সম্পরকে ভাল জ্ঞান থাকে তাহলে এ উপায় ফলো করার কোনো প্রয়োজন নেই।

আমরা যখন কেও নতুন সাইট রান করাই তখন ভিসিটরের প্রয়োজন হয় বেশি তখন একবার Search Engine-এ রাঙ্ক করাতে পারলেই পরে বেশি কষ্ট করতে হয় না।

আজ আমরা সাইটের Alexa rank কমাতে যে সাইট ব্যবহার করবো তা হল Alexa Boost Up

এই সাইট ব্যবহারের সুবিধা সমূহ নিম্নরুপঃ

১. প্রথমবার Registration করলেই পাবেন 100Minute একদম ফ্রী। যা আপনার সাইটের রাঙ্ক কমাতে ইউস করতে পারবেন।

২. আপনি অন্নের সাইট দেখে Minute Earn করতে পারবেন। যা আপনার সাইটের রাঙ্ক কমাতে ইউস করতে পারবেন।

৩. এছারাও আপনি টাকা দিয়েও Minute কিনে ব্যবহার করতে পারবেন।

৪. আপনি আপনার বন্ধুরের এ সাইটে Refer করেও টাকা আয় করতে পারবেন।

অর্থাৎ এক ডেলে দুই পাখি মারার মত, টাকাও আয় হবে আবার সাইটের Alexa rank ও কমবে।

তো চলুন শুরু করা যাকঃ

১. প্রথমেই এই লিঙ্কে ক্লিক করে Alexa Boost Up সাইটে প্রবেশ করুন।  তাহলে নিচের মত দেখতে পাবেন।

New-Adobe-Photoshop-Image-13

২. সেখানে Sing Up-এ ক্লিক করুন এবং ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন।

৩. Form টি পূরণ করে Sign Up এ ক্লিক করুন। তাহলে আপনার E-mail এ একটি Confirmation মেইল চলে যাবে

৪. সেখানে দেয়া লিঙ্ক এ ক্লিক করে Sign In করুন তাহলেই আপনার Registration Complete হয়ে যাবে।

৫. Sign In করার পর Dashboard দেখতে পাবেন

৬. আপনার সাইট অ্যাড করতে Add Slots নামের বাটনটিতে ক্লিক করুন।

৭. আপনার সাইটের Address দিন। এবং সব শেষে Submit বাটনে ক্লিক করুন।

ধারাবাহিকভাবে এসই ও শিখতে ও এসইও তে সফলতা অর্জন করতে আজই শুরু করুন।

প্র্যাকটিক্যাল SEO , ধারাবাহিক টিউটোরিয়াল-পর্বঃ ০১

(1732)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ এস.ই.ও

এলার্ম ট্যাগ সমূহঃ > > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon