স্পন্সরড এলার্ম


আসসালামালাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাদের দোয়াই আমি ও ভালো আছি। গত পোস্টে আমি আপনাদের কে একটা ফোরামে গিয়ে কিভাবে Signature করতে হই সেইটা দেখাইছিলাম। কিন্ত বড় কথা হচ্ছে সব ফোরামে Signature পাবেন না।তখন কি করবেন? চিন্তাই পড়ে গেছেন। কোন চিন্তা করার দরকার নেই।
কোন ফোরামে যাওয়ার আগে ফোরামের Privacy খুব মন দিয়ে পড়তে হবে। কোন ফোরামে Signature দেওয়া থাকবে আবার কোন ফোরামে Signature দেওয়া থাকবে না। কোন ফোরামের Privacy খুব মন দিয়ে পড়তে বলছি এই জন্য যে ফোরামের Privacy এর ভিতর দেওয়া থাকে যে আপনি ৫/৬/৭/৮/৯/১০………………টা পোস্ট দিলে আপনাকে Signature নামক অপশনটা দেওয়া হবে। আমি আপনাদের কে এই রকম একটা ফোরাম এর নাম বলছি http://forums.digitalpoint.com/ । এই ফোরামে গিয়ে পূর্ববর্তী ফোরামের মত কাজ করতে হবে।
গত ফোরামে ঠিক যে ভাবে করেছেন সেইভাবে পোস্ট করতে হবে। এভাবে ১০ টা পোস্ট হলে আপনাকে Signature নামক অপশনটা দিবে। তখন আপনি ও আপনার কাজটা সেরে ফেলুন। যেমন ভাবে পূর্ববর্তী ফোরাম এ করেছিলেন।
তা হলে আজ এই পর্যন্ত ।পরবর্তী এলার্ম এ কিছু পাওয়ার ফুল ফোরাম এর লিস্ট দেওয়া হবে। । আবার সামনে আসছি নতুন কিছু এলার্ম নিয়ে। আশা করছি এলার্মগুলো সবার ভালো লাগবে। (1304)