৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
তাহমিদ হাসান

মোট এলার্ম : 299 টি

তাহমিদ হাসান
দেখিতে গিয়াছি পর্বতমালা,,, দেখিতে গিয়াছি সিন্ধু,,, দেখা হয় নাই চক্ষু মেলিয়া,,, ঘর হতে শুধু দু’পা ফেলিয়া,,, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। !!!!!!!!! তাই টেকএলার্মবিডিতে এসেছি জানার জন্য।

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট : http://www.graphicalarm.com

» আমার ফেসবুক : www.facebook.com/tahmid.hasan3

» আমার টুইটার পাতা : www.twitter.com/tahmid1993


স্পন্সরড এলার্ম



৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

আস্-সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন।

দৈনন্দিন জিবনে আমরা বিভিন্ন ধরনের ওয়েব সাইট ভিজিট করে থাকি। প্রত্যেকটা ওয়েব সাইট একটি নির্দিষ্ট উদ্দেশ্যে/লক্ষ্য কে কেন্দ্র করে তৈরি করা হয়। এবং এতে বিভিন্ন রকম ডিজাইন করে বেশ আকর্ষনীয় করা হয়।

এগুলোর মাঝে ব্যবসায়িক ওয়েব সাইটের পরিমাণই বেশি লক্ষ্য করা যায়। এছাড়া অর্গানাইজেশন এবং নেটওয়ার্কিং ভিত্তিক ওয়েব সাইটের জনপ্রিয়তা তো রয়েছেই। পাশাপাশি তথ্যবিত্তিক ওয়েব সাইট থেকে শুরু করে নানান প্রয়োজনীয় ওয়েব সাইট প্রয়োজনের তাগিদে তৈরি করা হচ্ছে। তবে এগুলোর যাই হোক না কেন, ব্যতিক্রমধর্মী ওয়েব সাইট কিন্তু খুব কমই দেখা যায়।

আমি আজ আপনাদের সাথে কিছু আশ্চর্যজনক ব্যতিক্রমধর্মী ওয়েব সাইট শেয়ার করব, যেগুলো মূলত মানুষকে আশ্চর্য করবার জন্যই তৈরি করা হয়েছে।

এগুলোতে অনেক সুন্দর করে নিখুত ভাবে প্রোগ্রামিং এর কাজ করা হয়েছে যা দেখলেই যে কেউ আশ্চর্য হবারই কথা।

নিম্নে সেগুলোর লিংক শেয়ার করা হল-
(উল্লেখ্য যে, কয়েকটা ওয়েব সাইট লোডিং হতে হয়তো কিছুক্ষন সময় বেশী নিতে পারে)

1. Dontclick.it

ওয়েবসাইটের লিংক

2. Phoong.com

ওয়েবসাইটের লিংক

3. Bouncy-balls

ওয়েবসাইটের লিংক

4. New.gabrieleperici.com

ওয়েবসাইটের লিংক

5. Yugop.com

ওয়েবসাইটের লিংক

6. Bfish book

ওয়েবসাইটের লিংক

7. Skydiver-mike.de

ওয়েবসাইটের লিংক

8. Iwit.nl

ওয়েবসাইটের লিংক (2830)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ নির্বাচিত, ওয়েব ডেভেলপমেন্ট

এলার্ম ট্যাগ সমূহঃ > > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon