স্পন্সরড এলার্ম


কম্পিউটার ব্যবহারকারীদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস
—————————————————-
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়শই নানা রকম সমস্যার সম্মুক্ষীণ হই। সেটা হতে পারে ভাইরাসজনিত সমস্যা, কিংবা কম্পিউটার স্লো হয়ে যাওয়ার সমস্যা। আজ আমরা আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব যেগুলি আপনাকে এসব সমস্যা থেকে সমাধানের পথ দেখাবে।
১. আপনার কম্পিউটারের স্টার্টআপ অপশনগুলি ডিজেবল করে রাখুন।
২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ভালো স্পীড পেতে RAM খালি করে রাখুন।
৩. আপনার কম্পিউটারের ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন।
৪. কোন অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে c ড্রাইভ বা অন্য কোন ড্রাইভের জায়গা নষ্ট করবেন না। ইতিমধ্যে ইনস্টলকৃত অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলি ডিলেট করে দিন।
৫. বাছবিচারহীন ভাবে সব ওয়েবসাইটেই সাইন আপ করবেন না। তাহলে স্প্যামিংয়ের ঝামলোই পড়বেন।
৬. আপনার কম্পিউটারের অটোমেটিক আপডেট এবং ফায়ারওয়াল অফ করে রাখুন। এতে কম্পিউটারের স্পিড বেশি পাবেন।
৭. মাসে একবার RAM খুলে পরিষ্কার করে আবার লাগান, তাহলে ডিসপ্লে না আসা বা মাঝে মাঝে রিস্টার্ট নেওয়ার ঝামেলাগুলি থেকে মুক্তি পাবেন।
৮. বেশ ভালো এবং কার্যকরী এমন একটি এন্টিভাইরাসের লাইসেন্স কপি ব্যবহার করুন। তাহলে ভাইরাস সমস্যার থেকে মুক্তি পাবেন।
৯. কম্পিউটার ডেস্কটপে হাই ডেফিনেশন ওয়ালপেপার বা এনিমেশন এসব ব্যবহার না করাই ভালো্। এতে কম্পিউটারের স্পিড স্লো হয়ে যায়।
১০. একমাস পর পর আপনার কম্পিউটারের ব্রাউজিং হিস্টোরি এবং কুকিজ মুছে ফেলুন।
১১. আপনার কম্পিউটার হ্যাং হয়ে গেলে কীবোর্ড থেকে ctrl+alt+del চাপুন এবং চলমান প্রোগ্রামগুলি অফ করে দিন। এতে যদি কাজ না হয় তাহলে রিস্টার্ট দিন।
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস
—————————————————-
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়শই নানা রকম সমস্যার সম্মুক্ষীণ হই। সেটা হতে পারে ভাইরাসজনিত সমস্যা, কিংবা কম্পিউটার স্লো হয়ে যাওয়ার সমস্যা। আজ আমরা আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব যেগুলি আপনাকে এসব সমস্যা থেকে সমাধানের পথ দেখাবে।
১. আপনার কম্পিউটারের স্টার্টআপ অপশনগুলি ডিজেবল করে রাখুন।
২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ভালো স্পীড পেতে RAM খালি করে রাখুন।
৩. আপনার কম্পিউটারের ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন।
৪. কোন অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে c ড্রাইভ বা অন্য কোন ড্রাইভের জায়গা নষ্ট করবেন না। ইতিমধ্যে ইনস্টলকৃত অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলি ডিলেট করে দিন।
৫. বাছবিচারহীন ভাবে সব ওয়েবসাইটেই সাইন আপ করবেন না। তাহলে স্প্যামিংয়ের ঝামলোই পড়বেন।
৬. আপনার কম্পিউটারের অটোমেটিক আপডেট এবং ফায়ারওয়াল অফ করে রাখুন। এতে কম্পিউটারের স্পিড বেশি পাবেন।
৭. মাসে একবার RAM খুলে পরিষ্কার করে আবার লাগান, তাহলে ডিসপ্লে না আসা বা মাঝে মাঝে রিস্টার্ট নেওয়ার ঝামেলাগুলি থেকে মুক্তি পাবেন।
৮. বেশ ভালো এবং কার্যকরী এমন একটি এন্টিভাইরাসের লাইসেন্স কপি ব্যবহার করুন। তাহলে ভাইরাস সমস্যার থেকে মুক্তি পাবেন।
৯. কম্পিউটার ডেস্কটপে হাই ডেফিনেশন ওয়ালপেপার বা এনিমেশন এসব ব্যবহার না করাই ভালো্। এতে কম্পিউটারের স্পিড স্লো হয়ে যায়।
১০. একমাস পর পর আপনার কম্পিউটারের ব্রাউজিং হিস্টোরি এবং কুকিজ মুছে ফেলুন।
১১. আপনার কম্পিউটার হ্যাং হয়ে গেলে কীবোর্ড থেকে ctrl+alt+del চাপুন এবং চলমান প্রোগ্রামগুলি অফ করে দিন। এতে যদি কাজ না হয় তাহলে রিস্টার্ট দিন।
(1292)